সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন ডবল ডবল ধামাকা। এক সপ্তাহেই দু’বার বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List) সামনে এল। আবার চলতি সপ্তাহে জোড়া বেঙ্গল টপারের নাম সামনে উঠে এল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলতি সপ্তাহে সোমবার বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড অর্থাৎ টিআরপি সামনে আসে। এরপর তিনদিন যেতে না যেতে আজ বৃহস্পতিবার আবার প্রকাশ্যে এল টিআরপি চার্ট। আর স্বাভাবিকভাবেই প্রতিবারের মতো এই সপ্তাহে টিআরপি তালিকায় দর্শকদের জন্য রয়েছে মেগা চমক।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?
আপনিও কি অপেক্ষা করেছিলেন আজ লক্ষ্মীবারে কখন টিআরপি তালিকা সামনে আসবে? তাহলে আপনার সেই অপেক্ষার অবসান ঘটেছে। এমনিতে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর সময়ে বাংলা সিরিয়ালগুলির রেটিংস খুব কম ছিল। ৬-৭-এর ঘরে নেমে এসেছিল নম্বর। তবে দীপাবলি মিটতেই সামনে এল আসল চমক। সোমবারের মতো এই সপ্তাহেও ভালো ফল করল বাংলা সিরিয়ালগুলি। তবে প্রশ্ন উঠছে চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল? তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে একটি নয়, বরং দুটি সিরিয়াল বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, স্টার জলসাকে এবারে গুনে গুনে টেক্কা দিল জি বাংলা।
জানলে চমকে উঠবেন, বহু সপ্তাহ পর এই সপ্তাহে জগদ্ধাত্রী বেঙ্গল টপার হয়েছে। শুধু এই মেগাই নয়, পরিণীতাও হয়েছে প্রথম। এই দুই মেগারই প্রাপ্ত নম্ব ৬.১। অপরদিকে দর্শকরা যুগ্ম দ্বিতীয়ও পেল এই সপ্তাহে। জানা গিয়েছে, চলতি সপ্যাহে ৫.৯ রেটিংস পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার এবং স্টার জলসার পরশুরাম। চলুন এক নজরে জেনে নেবেন বাকি সিরিয়ালগুলির ফলাফল কেমন সে সম্পর্কে।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- জগদ্ধাত্রী, পরিণীতা 6.1
- দ্বিতীয়- চিরদিনই তুমি যে আমার, পরশুরাম 5.9
- তৃতীয়- ফুলকি 5.6
- চতুর্থ- দাদামণি, রাঙামতি 5.5
- পঞ্চম- রাণী ভবানী 5.2
- ষষ্ঠ- ও মোর দরদিয়া, লক্ষ্মী ঝাঁপি, চিরসখা 4.9
- সপ্তম- জোয়ার ভাঁটা 4.8
- অষ্টম- তুই আমার হিরো 4.6
- নবম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 4.1
- দশম- কুসুম, কম্পাস 3.9।












