ঘুষ নেওয়ার অভিযোগে গেছিল চাকরি! মৃত্যুর পর ন্যায় পেলেন রেলের টিকিট পরীক্ষক

Published:

railway tte
Follow

সহেলি মিত্র, কলকাতা; টানা ৩৭ বছর পর ন্যায় বিচার পেলেন এক টিটিই (TTE)। সুপ্রিম কোর্ট প্রায় ৩৭ বছরের পুরনো একটি ঘুষের মামলায় একজন রেলওয়ে ট্র্যাভেলিং টিকিট পরীক্ষককে বেকসুর খালাস দিয়েছে। আদালত জানিয়েছে যে তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সঠিক নয়, মেলেনি যথেষ্ট প্রমাণ। জানা গিয়েছে, শীর্ষ আদালত তিন মাসের মধ্যে মৃত কর্মচারীর পরিবারকে সমস্ত বকেয়া বেতন এবং পেনশন সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে।

মামলার প্রেক্ষাপট কী?

পুরো বিষয়টি জানতে ১৯৮৮ সালের ৩১ মে-তে ফিরে যেতে হবে যখন রেলওয়ে ভিজিল্যান্স টিম একটি আকস্মিক ভিজিট করে। সেই সময়, নাগপুরে সেন্ট্রাল রেলওয়েতে নিযুক্ত একজন টিটিই-এর বিরুদ্ধে বার্থের বিনিময়ে তিন যাত্রীর কাছ থেকে ৫০ টাকা করে ঘুষ দাবি করার অভিযোগ আনা হয়েছিল। তদন্তে জানা যায় যে তাঁর কাছে অতিরিক্ত ১,২৫৪ টাকা ছিল, এমনকি ডিউটি পাসেও নয়ছয় করার অভিযোগ উঠেছিল।

বিভাগীয় তদন্তের পর, ১৯৮৯ সালে অভিযোগ গঠন করা হয় এবং ১৯৯৬ সালে শৃঙ্খলা কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরবর্তীতে কর্মচারী কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে (CAT) এই আদেশকে চ্যালেঞ্জ করে। ২০০২ সালে, CAT বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এবং তাকে পুনর্বহাল এবং সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের আদেশ দেয়।

ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণ করা যায়নি

কিন্তু ২০১৭ সালে, বোম্বে হাইকোর্ট ক্যাটের আদেশ বাতিল করে দেয়। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায় । বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ জানিয়েছে যে তদন্ত প্রতিবেদনে গুরুতর ত্রুটি রয়েছে এবং দুই যাত্রী ঘুষের অভিযোগ মেনে নেননি। আদালত জানিয়েছে যে কর্মচারী আর বেঁচে না থাকলেও তার পরিবার ন্যায়বিচার পাওয়ার যোগ্য। আদালতের কার্যক্রম চলাকালীন কর্মচারীর মৃত্যু হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join