সৌভিক মুখার্জী, কলকাতা: পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজার! এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা (Birbhum Suicide Case) করলেন ৯৫ বছরের এক বৃদ্ধ। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বঙ্গজুড়ে এসআইআর। তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কেন্দ্র করেই একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে আসছে এ রাজ্যে। আর এবার সেই তালিকায় নাম লেখাল বীরভূমের বৃদ্ধ।
আত্মহত্যা বীরভূমের বৃদ্ধর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইলামবাজারের স্কুলবাগানের সুভাষপল্লীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ক্ষিতীশ মজুমদার নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৯৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার কোরা পাড়া গ্রামের বাসিন্দা তিনি। তবে গত ছ’মাস ধরে ইলামবাজারে তার মেয়ের বাড়িতে থাকতেন। আর সেখানেই তিনি আত্মহত্যা করেছেন।
এমনকি পরিবার বলছে, গত কয়েকদিন ধরে এসআইআর নিয়ে আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ক্ষিতীশ বাবু। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। আর তা নিয়ে চিন্তা করছিলেন। এই বয়সে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় কিনা, সে কথা ভেবেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিলেন। কিছুদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলেন তিনি।
পুলিশ কী জানাচ্ছে?
বীরভূমের পুলিশ সুপার বলছেন, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলেই আমাদের কাছে খবর এসেছে। তাঁর নাম ক্ষিতীশ মজুমদার। বয়স ৯৫। তিনি ইসলামপুর থানা এলাকায় আত্মীয়র বাড়িতে এসেছিলেন। সেখান থেকেই আত্মহত্যা। তবে আত্মহত্যার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে, এসআইআর নিয়ে মূলত আতঙ্ক। কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুনঃ ১ নভেম্বর থেকে পেমেন্টে বসছে চার্জ! SBI গ্রাহকদের জন্য খারাপ খবর
বলাবাহুল্য, এনআরসি ও এসআইআর আতঙ্ক নিয়ে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর মঙ্গলবার আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর জন্য এনআরসি এবং এসআইআর দায়ী। আর এই ঘটনা নিয়ে বর্তমানে শাসকদলের মধ্যে চলছে তীব্র চাপানউতোর। তারই মধ্যে বুধবার আবার কোচবিহারের একজন আত্মহত্যার চেষ্টা করে। তাঁর পরিবার দাবি করে, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বছর ষাটের বৃদ্ধ। তবে একের পর এক এই আত্মহত্যার ঘটনা রাজ্যের রাজনীতিতে যে আরও জলঘোলা সৃষ্টি করছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।












