IPL এর নিলাম কবে? সিজন শুরুর আগেই দল থেকে বাদ পড়তে পারেন এই প্লেয়াররা

Published:

IPL 2026 Auction these cricketers may Excluded From team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও ঢের দেরি। তবে IPL 2026 এর নিলাম (IPL 2026 Auction) পর্ব শুরু হবে আসন্ন ডিসেম্বরে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী 13 থেকে 15 ডিসেম্বর কিংবা 16 ডিসেম্বর যেকোনও একদিন দেশের মাটিতেই বসবে খেলোয়াড় কেনা বেচার বাজার অর্থাৎ নিলাম। যদিও দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত করে উঠতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিল। এরই মাঝে উঠে আসছে একাধিক দলের ভাঙনের খবর।

শীঘ্রই প্রকাশিত হবে রিটেনশন তালিকা

রিপোর্ট অনুযায়ী, ভারতেরই কোনও এক শহরে আগামী ডিসেম্বরে বসবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। তবে তার আগে আগামী 15 নভেম্বর IPL এর 10 দল তাদের প্লেয়ারদের রিটেইন তালিকা প্রকাশ করবে। আর এখানেই উঠে আসছে বড়সড় খবর। জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে রাজস্থান রয়্যালসের মতো বেশ কয়েকটি দল একাধিক প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে।

অবশ্যই পড়ুন: সঞ্জয় রায়ের ভাগ্নির মৃত্যুতে নয়া মোড়! বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের ঠাকুমার

কোন দল কাকে ছাড়তে পারে?

একাধিক প্রতিবেদন ঘেঁটে জানা গেল, মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই ডেভন কনওয়ে, স্যাম কারান, দীপক হুডা, বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ারদের ছেড়ে দিতে পারে। এদিকে ইতিমধ্যেই RR অধিনায়ক সঞ্জু স্যামসন দল ছাড়ার অনুরোধ রেখেছেন ম্যানেজমেন্টের কাছে। মনে করা হচ্ছে, আসন্ন সিজনে বেশ কয়েকটি কারণকে সামনে রেখে সঞ্জু রাজস্থানে খেলবেন না। একই সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহিষ থিকশানাকেও ছেড়ে দিতে পারে রাজস্থান।

এছাড়াও মিচেল স্টার্ক, আকাশ দীপ, টি নটরাজন, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক যাদব, ঈশান কিশানের মতো বহু প্লেয়ার দল ছাড়া হতে পারেন। তবে যদি কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে, পূর্ব ব্যর্থতা নিয়ে KKR দলের সম্ভাব্য বাদের খাতায় নাম রয়েছে 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারের। তাছাড়াও অধিনায়ক অজিঙ্কা রাহানে আসন্ন সিজনে KKR দলে থাকবেন কিনা তা নিয়েও বেড়েছে সংশয়। মাঝে শোনা গিয়েছিল কলকাতার প্রধান কোচ হতে পারেন অভিষেক নায়ার। আর তাঁর হাত ধরেই কলকাতা নাইট রাইডার্সের সেনাপতির পদ পেতে পারেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join