আড়াই ঘণ্টায় দিল্লি থেকে দেরাদুন! ১৩,০০০ কোটি খরচে তৈরি এক্সপ্রেসওয়ে, কবে চালু?

Published:

Delhi – Dehradun Expressway
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ এবার দিল্লি থেকে দেহরাদুন যাওয়া আরও সহজ। এক কথায় মাত্র আড়াই ঘণ্টায় আপনি এই পাহাড়ি জায়গায় পৌঁছে যেতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে (Delhi – Dehradun Expressway) নিয়ে। এই এক্সপ্রেসওয়ে আপনার যাত্রাকে একদম মাখনের মতো মসৃণ করে তুলবে।

এবার দিল্লি থেকে দেহরাদুন মাত্র আড়াই ঘণ্টায়!

সবথেকে বড় কথা, এই এক্সপ্রেসওয়েটি বনের মধ্যে দিয়ে গিয়েছে। তবে ফোনের নেটওয়ার্ক নিয়ে চিন্তা করার কিছু নেই। জানা গিয়েছে, কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। দতকালী থেকে গণেশপুর পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড অংশের ছয়টি লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেকোনো সময় এর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১৩,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি চারটি পর্যায়ে তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে অক্ষরধাম থেকে পূর্ব পেরিফেরাল এক্সপ্রেসওয়ে নির্মাণ, দ্বিতীয় পর্যায়ে পূর্ব পেরিফেরাল এক্সপ্রেসওয়ে থেকে সাহারানপুর বাইপাস, তৃতীয় পর্যায়ে সাহারানপুর বাইপাস থেকে গণেশপুর এবং শেষ পর্যায়ে গণেশপুর থেকে আশারোদি এক্সপ্রেসওয়ে নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এই এক্সপ্রেসওয়েতে ছোট যানবাহন ১০০ কিমি/ঘন্টা এবং ভারী যানবাহন ৮০ কিমি/ঘন্টা বেগে চলাচল করতে পারবে। বর্তমান ২৫০ কিমি দূরত্ব কমে ২১০ কিমি হবে। এর ফলে দেরাদুন-দিল্লি যাত্রা, যা আগে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগত, তা আড়াই ঘন্টায় নেমে আসবে।

কবে চালু হবে?

NHAI প্রকল্প পরিচালক পঙ্কজ মৌর্য জানিয়েছেন, ‘আশারোদি থেকে গণেশপুর পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। কেবল কিছু ছোটখাটো কাজ বাকি আছে। দতকালী মন্দিরের সাথে সংযোগ স্থাপনের কাজও ৯০% সম্পন্ন হয়েছে। আগামী মাসে প্রকল্পটি সম্পন্ন হবে। উদ্বোধনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’ আবার কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, এই এক্সপ্রেসওয়েটির ওপর দিয়ে আগামী ৩০ নভেম্বর থেকে গাড়ি চলাচল শুরু করবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join