কন্যা সন্তান জন্ম দিলেই মিলবে ২ লক্ষ টাকা, সরকারের এই সুপারহিট প্রকল্প সম্পর্কে জানেন?

Published:

Bhagya Lakshmi Yojana
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি কন্যা শিশুর জন্ম হয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে সরকারের তরফে এমন এক স্কিম আনা হয়েছে যেখানে কন্যা সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেজন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ কথা হচ্ছহে ভাগ্য লক্ষ্মী যোজনা (Bhagya Lakshmi Yojana) নিয়ে। 

‘ভাগ্য লক্ষ্মী যোজনা’ কী?

এমনিতে ছোট হোক বা বড়, মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে বেশ কয়েকটি প্রকল্প চালানো হচ্ছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ভাগ্য লক্ষ্মী যোজনা, যা উত্তর প্রদেশ সরকার দ্বারা পরিচালিত। এই স্কিম কন্যাদের জন্মের পরে আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে। আসুন তাহলে জেনে নেবেন উত্তর প্রদেশ সরকারের ভাগ্য লক্ষ্মী যোজনা কী, এর সুবিধা, যোগ্যতার মানদণ্ড এবং কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে।

সরকার ২ লক্ষ টাকা দেবে

উত্তর প্রদেশে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলি কন্যা সন্তানের জন্মের পর আর্থিক সহায়তা পায়। এই প্রকল্পের লক্ষ্য কন্যাভ্রূণ হত্যা রোধ করা এবং মেয়েদের জন্মের পর আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের অধীনে, যদি কোনও মেয়ে দরিদ্র-সীমার নীচের পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে সরকার ৫০,০০০ টাকা টাকার বন্ড প্রদান করে। এই বন্ডটি মেয়েটির ২১ বছর বয়স হলে পরিপক্ক হয়। সেই সময়, সুবিধাভোগী মেয়ের অ্যাকাউন্টে ২০০,০০০ টাকা ট্রান্সফার করা হয়।

আরও পড়ুনঃ KKR এ আসছেন রোহিত শর্মা? বড় কথা জানাল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

যোগ্যতা কী?

১) শুধুমাত্র উত্তরপ্রদেশের নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পান।
২) রাজ্যের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলি এই প্রকল্পের জন্য যোগ্য হবে।
৩) কন্যা সন্তানের জন্মের পর, পরিবারকে ভাগ্য লক্ষ্মী যোজনার অধীনে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই তাঁরা সুবিধা পাবে।
৪) একটি পরিবারের মাত্র দুটি মেয়ে এই প্রকল্পের সুবিধা পেতে পারে।

ভাগ্য লক্ষ্মী প্রকল্পের আবেদন প্রক্রিয়া কী?

১) এই স্কিমের সুবিধা পেতে, প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://mahilakalyan.up.nic.in/ -এ ভিজিট করতে হবে ।
২) এরপর আপনাকে স্কিম ফর্মটি ডাউনলোড করতে হবে এবং তারপর এটি প্রিন্ট করতে হবে।
৩) এবার ফর্মে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করতে হবে।
৪) ফর্মটি পূরণ করার পর, আপনাকে এটি মহিলা ও শিশু উন্নয়ন অফিস অথবা নিকটতম অঙ্গনওয়াড়িতে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join