সহেলি মিত্র, কলকাতা: আবারও দুর্যোগে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ (North Bengal Weather)। আজ শুক্রবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সর্তকতা জারি করা হয়েছে। এদিকে অতীতের দুর্যোগের থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আগে থেকেই তৈরি হয়ে নিয়েছে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য সান্দাকফু (Sandakphu) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হ্যাঁ ঠিকই শুনেছেন। ফলে আপনারও যদি সান্দাকফু যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে তা বাতিল করতে পারেন।
সান্দাকফু বন্ধ করল প্রশাসন
জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় থেকে আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের উপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। আর এসবের দিকে তীক্ষ্ণ নজর রেখে অনির্দিষ্টকালের জন্য সান্দাকফু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রশাসনের তরফে সাফ সাফ জানানো হয়েছে, দার্জিলিং-এর বিখ্যাত মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত যাত্রা আপাতত বন্ধ রাখা হচ্ছে। ট্রেকিংও বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে। ফলে বিপদ এড়াতে এখন ওদিকে না যাওয়াই ভালো।
উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি
আজ শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। ভয়ংকর বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এরপর শনিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে।












