গাড়ির ধাক্কায় মৃত্যু! বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তায় উদ্ধার চিতা বাঘের দেহ

Published:

Bishnupur
Follow

প্রীতি পোদ্দার, বিষ্ণুপুর: ভোর রাতে ভয়ংকর দৃশ্যের সম্মুখীন হল বিষ্ণুপুরবাসী (Bishnupur)। রাস্তার ধারে ফের চিতা বাঘের মৃত দেহ উদ্ধার! বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তার ধার থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, গাড়ির ধাক্কাতেই চিতা বাঘটির মৃত্যু হয়েছে।

ফের চিতাবাঘের মৃত্যু

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, মাঝরাতে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যায়। সেখানকার বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তার ধারে এক চিতা বাঘের দেহ উদ্ধার করা হয়। মাঝরাতে এই দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। এদিকে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন গাড়ির ধাক্কায় এই চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে, কারণ এই রাস্তা দিয়ে অহরহ গাড়ির যাতায়াত, আর তার পাশেই জঙ্গল। তবুও চিতা বাঘটির মৃত্যুর আসল কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

চিতাবাঘের নৃশংস হত্যা রাজস্থানে

দিনের পর দিন চিতা বাঘের মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলেছে। কেউ কোনো উদ্দেশ্য নিয়ে মারছে তো কেউ বা আবার অজান্তেই। গত শনিবার রাজস্থানের আসপুর ব্লকের সাবলা বনাঞ্চলে জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল একটি চিতাবাঘের মৃতদেহ। মাথা এবং চারটি পা কাটা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দেখেই বোঝা যাচ্ছে বন্যপশুর উপর চরম অত্যাচার করা হয়েছে, আর সেই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। চিতাবাঘের এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরের চোখের সামনেই পুজোর প্রণামী বাক্স চুরি! হুলুস্থুল কাণ্ড ঠাকুরপুকুরে

কয়েক মাস আগে আলিপুর জেলার ১ নম্বর ব্লকের পাটকাপাড়া চা-বাগানের ফোর এ সেকশনের মাকরাকোনা এলাকায় উদ্ধার হয়েছিল একটি চিতাবাঘের দেহ। চা বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে বাগানের ভিতরের নালার কাছে পূর্ণবয়স্ক সেই চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়ায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমাতি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসেছিল কিন্তু চিতাবাঘের গায়ে কেনও আঘাতের চিহ্ন তারা দেখেননি৷ যার দরুন চিতাবাঘটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join