সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল (HS 3rd Semester Result) প্রকাশ হচ্ছে আজ, অর্থাৎ ৩১ অক্টোবর। হ্যাঁ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আজ দুপুর সাড়ে ১২ টায় তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু কোথায়, কীভাবে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে তা আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবে। শুধুমাত্র রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই হবে। এমনকি দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট আউট করা যাবে।
কীভাবে দেখবেন রেজাল্ট?
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে হলে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর “HS Semester III Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করতে হবে।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
বলাবাহুল্য, সেখানে মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এবং বিষয় ভিত্তিক পার্সেন্টেজ ও ওভারাল গ্রেড দেওয়া থাকবে।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে রেজাল্ট দেখার জন্য যে সমস্ত ওয়েবসাইটের কথা উল্লেখ রয়েছে সেগুলি হল—
- https://result.wb.gov.in
- www.results.shiksha
- www.tv9bangla.com
- www.tv9hindi.com
- www.news9live.com
আরও পড়ুনঃ কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
বলাবাহুল্য, গত ৮ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল, যা ২২ সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল। আর এই পরীক্ষায় মোটামুটি ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পর্ষদ দাবি করছে, এর মধ্যে ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। এমনকি এ বছর ওএমআর শিটে পরীক্ষা হয়েছে। সেখানে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গত বছর থেকেই একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।












