উত্তরবঙ্গ যাচ্ছেন? বহু ট্রেনের টাইমিং বদলে দিল রেল! জেনে নিন নতুন সময়সূচি

Published:

north bengal train
Follow

সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগের অবহেই বাংলার আকাশ বাতাস যেন নতুন করে জানান দিচ্ছে শীত আসন্ন। গা হাত পায়ের চামরায় ইতিমধ্যেই টান ধরতে শুরু করেছে সকলের। সব মিলিয়ে নতুন করে মনোরম আবহাওয়ার দিন গুনছেন সকলে। এদিকে অনেকেই আছেন যারা আরও ভালো করে ঠান্ডা উপভোগ করতে উত্তরবঙ্গে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছেন বা কাটবেন বলে ভাবছেন। আপনিও কি উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জানিয়ে রাখি, রেলের তরফে উত্তরবঙ্গগামী বহু ট্রেনের (North Bengal Train) সময়সূচিতে বদল করা হল। চলুন আরও বিশদে জেনে নেবেন।

উত্তরবঙ্গগামী বহু ট্রেনের সময়সূচিতে বদল

গত ২৫ অক্টোবর থেকে বহু ট্রেনের সময়সূচিতে বদল এনেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল তাদের নেটওয়ার্ক জুড়ে ১৮টি ট্রেনের নির্দিষ্ট স্টেশনে আগমন ও প্রস্থান সময় পরিবর্তন করেছে। ধাপে ধাপে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে ২৫ অক্টোবর থেকে এবং চলবে ১ নভেম্বর, ২০২৫, এই সময়সীমার মধ্যে।

আরও পড়ুনঃ রানের পাহাড় টপকে মহিলা বিশ্বকাপের সেমিতে জয়, অস্ট্রেলিয়ার বড় রেকর্ড গুঁড়িয়ে দিল ভারত

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নতি ও ট্রেন চলাচলের গতি বাড়ানোর ফলে এখন অনেক ট্রেন সময়মতো চলতে পারছে না। তাই এই সামঞ্জস্য আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী কিছু জনপ্রিয় ইন্টারসিটি, সুপারফাস্ট ও বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। চলুন জেনে নেবেন আজ শুক্রবার কোন কোন ট্রেনে বদল ঘটানো হয়েছে সে বিষয়ে।

দেখে নিন তালিকা

উত্তর- পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ ৩১ অক্টোবর, ২০২৫ থেকে ট্রেন নম্বর ১২৩৮৪ হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস-হলদিবাড়ি, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ ও হরিশচন্দ্রপুর স্টেশনে সময় পরিবর্তন। এরপর আগামীকাল ১ নভেম্বর, ২০২৫ থেকে ১৩২৪৫ নিউ জলপাইগুড়ি-আরা ক্যাপিটাল এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি স্টেশনে সময় পরিবর্তন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join