বাংলায় SIR বিতর্কের জল গড়াল কলকাতা হাইকোর্টে!

Published:

Special Intensive Revision
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২৭ অক্টোবর বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision) শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা, এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে যদি এই নিয়ে কোনো দাবি ও অভিযোগ থাকে সেটাও জানাতে পারবেন সকলে। সবশেষে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু এমতাবস্থায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এবার মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টে।

SIR নিয়ে মামলা হাইকোর্টে

প্রতিদিন বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে। যার ফলে রাজনৈতিক পারদ চড়চড় করে বেড়েই চলেছে। কিন্তু কেন SIR করা হচ্ছে এবার সেই প্রশ্ন নিয়ে সরাসরি মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টে। রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আবেদকারী। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণের অনুমতি দেয়। যার ফলে এখন নজর এই মামলার আগামী শুনানি নিয়ে। আইনি বিশেষজ্ঞদের মতে, এই SIR প্রক্রিয়া নিয়ে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

২০০২-র ভোটার তালিকা প্রকাশের আবেদন

হাইকোর্টের কাছে আবেদনকারী SIR সংক্রান্ত মামলার আবেদনে একাধিক দাবি জানিয়েছেন। তাঁর আবেদন, যদি SIR হয়ে থাকে তাহলে তা আদালতের নজরদারিতে হোক। বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি করা হোক। কেন এসআইআর করা হচ্ছে? এসআইআর করার প্রয়োজন কী? বিস্তারিতভাবে যাতে জাতীয় নির্বাচন কমিশন আদালতের কাছে জানায়, সেই দাবিও জানিয়েছেন আবেদনকারী। এখানেই শেষ নয়, আবেদনকারী স্পষ্ট জানিয়েছে যে, শীঘ্রই ২০০২-র ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন। এখন দেখার পালা আদালত এই মামলার শুনানির দিন কবে নির্ধারণ করে।

আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ কুণালের, মুখ খুলল কমিশন

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে SIR নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট যুদ্ধের ময়দানে এক চরম সংঘর্ষের রূপ নিয়েছে। একদিকে শাসকদল তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে যে যদি তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে প্রতিবাদে নামবে তারা। অন্যদিকে পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারির আক্রমণ শানিয়েছে বিজেপি। শুধু SIR নয়, সম্প্রতি NRC নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে বলে তাদের দাবি। এখন দেখার পালা বাংলায় SIR ঝড় কোন রূপ ধারণ করে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join