সহেলি মিত্র, কলকাতা: দেশের কোটি কোটি মানুষের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি রেশন কার্ডধারী (Ration Card) হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তনটি বিশেষ করে ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’র সুবিধাভোগীদের উপর প্রভাব ফেলবে। খাদ্যশস্য বিতরণে বৈষম্য দূর করার জন্য এক নতুন নিয়ম চালু করা হচ্ছে বলে খবর।
রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
বর্তমানে, অন্ত্যোদয় রেশন কার্ডধারী পরিবারগুলিকে প্রতি পরিবারে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। এই নিয়মে পরিবারের সদস্য সংখ্যা বিবেচনা করা হয় না। অতএব, একটি পরিবারে মাত্র দুজন সদস্য থাকলেও তারা ৩৫ কেজি খাদ্যশস্য পায়, এবং একই পরিবারে সাত বা তার বেশি সদস্য থাকলেও তাদের একই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়। এই অসম বণ্টন ব্যবস্থা অনেক পরিবারের জন্যই অন্যায্য প্রমাণিত হচ্ছে। কম সদস্যের পরিবারগুলি তাদের প্রয়োজনের চেয়ে বেশি খাদ্যশস্য পায়, অন্যদিকে বড় পরিবারগুলি ৩৫ কেজি খাদ্যশস্য পায়, যা অপর্যাপ্ত। এই বৈষম্য দূর করার জন্য, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নিয়ম সংশোধনের প্রস্তুতি শুরু করেছে।
প্রতি ব্যক্তি পাবেন ৭.৫ কেজি খাদ্যশস্য
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক রিপোর্ট অনুসারে, এখন ‘প্রতি পরিবার’-এর পরিবর্তে ‘প্রতি ব্যক্তি’-কে খাদ্যশস্য বিতরণ করা হবে। নতুন প্রস্তাব অনুসারে, অন্ত্যোদয় যোজনার প্রতিটি সদস্য ৭.৫ কেজি খাদ্যশস্য পাবেন। এটি সাধারণ রেশন কার্ডধারীরা (৫ কেজি) যে পরিমাণ খাদ্যশস্য পান তার চেয়েও বেশি হবে। আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের মার্চ নাগাদ সারা দেশে এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিবর্তনের ফলে দেশের ১.৭১ কোটি অন্ত্যোদয় কার্ডধারীদের উপর সরাসরি প্রভাব পড়বে। সূত্রের খবর, চার বা তার কম সদস্যের পরিবারগুলি বর্তমান ৩৫ কেজির চেয়ে কম খাদ্যশস্য পাবে। তবে, পাঁচ বা তার বেশি সদস্যের পরিবারগুলি নতুন নিয়মের অধীনে আরও বেশি খাদ্যশস্য পাবে। সরকারের মতে, এর ফলে খাদ্যশস্য সাশ্রয় হবে এবং প্রকৃত অভাবীদের কাছে পৌঁছানো সম্ভব হবে।












