IPL-এ ফিরছেন যুবরাজ সিং, হতে পারেন পন্থের LSG-র প্রধান কোচ

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। সেই আবহে, জল্পনাকে সত্যি করে প্রধান কোচের পদে অভিষেক নায়ারের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। একে একে দল গুছিয়ে নিচ্ছেন বাকিরাও। গত মরসুমে পয়েন্ট তালিকার 7 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। তাঁরাই অকশন শুরুর আগে দলে একাধিক বদল এনেছে। বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন ভারত অরুণ। এদিকে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন যোগ দিয়েছেন স্ট্রাটেজিক অ্যাডভাইজার হিসেবে। এখন শোনা যাচ্ছে, প্রধান কোচের পদেও বদল আনতে পারে LSG (LSG New Head Coach)। জল্পনায় রয়েছে এক ভারতীয় কিংবদন্তির নাম।

LSG র নতুন হেড কোচ যুবরাজ সিং?

সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে একটি খবরে। তা হল, ঋষভ পন্থের LSG র প্রধান কোচ হতে পারেন যুবরাজ সিং। একাধিক রিপোর্ট অনুযায়ী, বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ছেঁটে ফেলার প্রস্তুতি নিচ্ছে লখনউ। মনে করা হচ্ছে, তাঁর বদলি হিসেবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজকে দায়িত্ব দিয়েই আসন্ন সিজনে ঘুরে দাঁড়াবে লখনউ সুপার জায়ান্টস। যদিও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যা রটে তার কিছু তো ঘটে। যার উজ্জ্বল উদাহরণ KKR এর নতুন হেড কোচ।

বলা বাহুল্য, এই মুহূর্তে কোথাও কোচিং করাচ্ছেন না যুবরাজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কোন দলেই আজ পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে বহু তরুণ ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে, অভিষেক শর্মা, ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল, প্রিয়াংশ আর্যদের নাম। অভিজ্ঞ মহল মনে করছেন, যুবরাজ সিংকে দায়িত্ব দিলে IPL 2026 এ প্রতিপক্ষকে পিছনে ফেলে ঘোড়ার মতো ছুটবে লখনউ।

অবশ্যই পড়ুন: আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ! বড় চাল শেখ হাসিনার

 

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্কালেও যুবরাজ সিংয়ের প্রধান কোচ হওয়া নিয়ে বেড়েছিল জল্পনা। শোনা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালস বা গুজরাত টাইটান্সের কোচ হতে পারেন তিনি। যদিও শেষ পর্যন্ত সত্যি হয়নি সেই জল্পনা। কোনও দলই তাঁকে প্রধান কোচ হিসেবে জায়গা দেয়নি। তবে এবার কী সেই অপ্রাপ্তি ঘুঁচবে? উত্তর পাওয়া যাবে সময় হলেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join