বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা, পুরস্কার বাবদ কত টাকা পাবে হরমনপ্রীতের দল?

Published:

How much prize money India Women's National Cricket Team will earn after winning World Cup
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, ভারতীয় মহিলা দলের হাত ধরে স্বপ্নপূরণ হতে দেখেছেন দেশবাসী। যা করে দেখাতে পারেননি মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা, ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সেই অপ্রাপ্তি ঘুঁচিয়েছে হরমনপ্রীত কৌর, রিচা ঘোষদের দল (India Women’s National Cricket Team)। মহিলা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখেছে ভারত। এখন প্রশ্ন, পরিশ্রমের ফল বাবাদ কত টাকা প্রাইস মানি হিসেবে পাবে উইমেন ইন ব্লু?

কত টাকা পাবে ভারতীয় মহিলা দল?

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে প্রাইস মানি পুলের ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের জন্য 13.88 মিলিয়ন ডলারের প্রাইস মানি রেখেছিল ICC। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় 133 কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল 4.48 মিলিয়ন ডলার অর্থ পাবে। সবমিলিয়ে, বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের হাতে আসবে 39 কোটি 78 লক্ষ টাকা। যে অঙ্কটা গত বিশ্বকাপের তুলনায় কমপক্ষে 293 শতাংশ বেশি।

যদিও ইতিমধ্যেই, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে প্রায় 3.1 কোটি টাকা আগে থেকেই পাওনা রয়েছে ভারতীয় দলের। ফলে সর্বসাকুল্যে স্মৃতি মান্ধানা, শেফালী বর্মাদের হাতে উঠবে 42 কোটি টাকা। অন্যদিকে, রানার্স আপ দল অর্থাৎ ভারতের কাছে ফাইনাল হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা পাবে 2.24 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 19 কোটি 89 লক্ষ টাকা।

অবশ্যই পড়ুন: পারেননি মিতালি, ঝুলনরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে গুঁড়িয়ে সেই ইতিহাস লিখল হরমনপ্রীতের ভারত

উল্লেখ্য, গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত, সেই সূত্রে শুরু থেকে শেষ একেবারে তাণ্ডব দেখিয়ে 298 রান তোলে টিম ইন্ডিয়া। পরবর্তীতে দীপ্তি শর্মা, শেফালী বর্মাদের বোলিং আক্রমণের সামনে সেই লক্ষ্য তাড়া করতে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। তাতে ক্রমাগত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 246 রানেই থেমে যায় বিদেশিনীদের রেসের ঘোড়া। 52 রানে জিতে যায় ভারত। তাতে ওয়ানডে মহিলা বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন পায় ক্রিকেটবিশ্ব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join