জাল পাসপোর্ট কাণ্ডে নয়া মোড়! নদিয়ায় কাঠ মিস্ত্রীর বাড়িতে সকাল সকাল হানা ED-র

Published:

ED Raid In Nadia
Follow

প্রীতি পোদ্দার, নদীয়া: ফের সাতসকালে অ্যাকশন মোডে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি! জাল পাসপোর্ট কাণ্ডে আজই সকাল সকাল নদীয়ায় হানা দিল ইডি (ED Raid In Nadia), তবে কোনো ব্যবসায়ী বা নেতার বাড়ি নয়, এবার সামান্য কাঠ মিস্ত্রির বাড়ি টার্গেট করল এই তদন্তকারী সংস্থা। চলছে তল্লাশি, কিন্তু প্রশ্ন উঠছে টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ির ভিতরে ঠিক কী কী তথ্য মিলবে?

কাঠ মিস্ত্রির বাড়িতে ইডির তলব

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার সকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নদিয়ার চাকদার পরারি গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির টিম। সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্ত গ্রেফতার হয় পাসপোর্ট জালিয়াতির মামলায়। জানা গিয়েছে, ভুয়ো পাসপোর্ট মামলায় তিনি এক সাইবার ক্যাফে থেকে প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। এরপর তাঁকে জেরা করতেই নাম পাওয়া গিয়েছে বিপ্লব সরকারের। তাই তড়িঘড়ি আজই সেই সূত্র ধরেই বিপ্লব সরকারের বাড়িতে রেইড পরে ইডির। পেশায় তিনি নাকি কাঠ মিস্ত্রি। এদিকে সকাল সকাল এলাকায় ইডি আধিকারিকদের দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

খতিয়ে দেখা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি

তদন্তের পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাইয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিপ্লব সরকারের পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি এবং তাঁর যাবতীয় ব‍্যাঙ্ক ট্রানজাকশন খতিয়ে দেখা হচ্ছে। তাঁর নিজের ভাই বিপুল সরকার এবং তাদের পরিবারের বাকি সদস্যদের নথি, পাসপোর্ট খতিয়ে দেখছেন আধিকারিকরা। তাদেরও ট্রাভেল হিস্ট্রি দেখা হচ্ছে। এবং এই পাসপোর্টগুলি কোথা থেকে পেয়েছেন, তাও খুঁটিয়ে দেখা হচ্ছে। মোবাইলও পরীক্ষা করা হচ্ছে। ইডি আধিকারিকরা বাড়ি থেকে সমস্ত নথি এনে বাইরে বসে যাচাই করছেন এখনও। ঘণ্টাখানেক ধরেই চলছে তল্লাশি-জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: পারেননি কেউ! দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে এভাবে ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা

প্রসঙ্গত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে গ্রেপ্তার হয় আজাদ মল্লিক। তদন্তে জানা গেছে, সে আসলে পাকিস্তানি নাগরিক। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছিল। এদেশে ঢুকে দু’টি ভোটার কার্ড-সহ বেশ কয়েকটি বার্থ সার্টিফিকেট ও একাধিক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছিল সে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। তখনই জানা গিয়েছিল যে আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল ইন্দুভূষণ হালদার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join