একই দিনে দুই রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনা! তেলেঙ্গানায় ২০ ও রাজস্থানে ১৫ জনের মৃত্যু

Published:

Bus Accident
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনা তেলেঙ্গানায়। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্র্যাকের সংঘর্ষে (Bus Accident) মৃত্যু হল ২০ জনের। এমনকি বেশ কয়েকজন আহত। সোমবার ভোরবেলা হায়দ্রাবাদের উপকণ্ঠে চেভেল্লার মির্জাগুদা গ্রামের কাছে তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন বাসের সঙ্গে পাথর বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতেই এই হতাহতের ঘটনা।

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২০ জনের

জানা যায়, চেভেল্লা থানা সীমানার অধীনে খানাপুর গেটের কাছেই ওই বাস এবং ট্র্যাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। আজ ভোরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে তেলেঙ্গানার পরিবহন মন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, টিজিএসআরটিসির ব্যবস্থাপনা পরিচালক নাগি রেড্ডি এবং রাঙ্গারেড্ডি কালেক্টরের সঙ্গে কথা বলেছেন। আহতদের চিকিৎসা করার জন্য নির্দেশও দিয়েছেন। এমনকি কর্মকর্তাদের অবিলম্বে দুর্ঘটনস্থলে পৌঁছনোর ও উদ্ধারকার্যে তদারকি করার নির্দেশ দিয়েছেন।

এদিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তহবিল থেকে নিহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রাজস্থানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৫ জনের

এদিকে তেলেঙ্গানার পাশাপাশি রাজস্থানে পুণ্যার্থীদের ছোট ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মেরেছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ট্রেলার ট্র্যাকে। রবিবার রাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৪ জন শিশু। এমনকি দেহ উদ্ধার করতে যথেষ্ট ঝক্কি পোহাতে হয়েছে পুলিশের। কারণ, বাসের সিটেই কিছু মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ আটকে গেছিল।

আরও পড়ুনঃ জমি খননে মিলল ‘শ্রী রাম’ খোদাই করা ভাসমান পাথর, মূর্তি! ঐতিহাসিক ঘটনা হরিয়ানায়

জানা যায়, বাসের যাত্রীরা সকলেই যোধপুরের নৈনচি এলাকার স্থায়ী বাসিন্দা। আর ওই বাসটি ভাড়া করে ২২০ কিলোমিটার দূরে বিকানের কোলায়াত মন্দিরে গিয়েছিল তাঁরা। সেখানে কপিল মুনির আশ্রমের পুজো দিয়ে বাড়ি ফিরছিল। আর সে সময় এই বড়সড় দুর্ঘটনা। যোধপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ফালোদি এলাকায় ভারতমালা হাইওয়ের পর গন্তব্য থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। এমনকি বেশ কয়েকজন আহত। তাদেরকে যোদপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join