আজ থেকেই বাড়ি বাড়ি আসবে BLO-রা! এই ভুল করলেই বাতিল হবে এনুমারেশন ফর্ম

Published:

SIR Enumeration Form
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা সহ মোট ১২টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। আজ, অর্থাৎ ৪ নভেম্বর থেকেই বাড়ি বাড়ি আসবে বুথ লেভেল অফিসাররা। আর তাদের হাতে থাকবে এনুমারেশন ফর্ম (SIR Enumeration Form)। এই ফর্মটি অবশ্যই সঠিক তথ্য দিয়েই পূরণ করতে হবে। কোনও ভুল হলেই পোহাতে হতে পারে ঝামেলা। কারণ, সামান্য ভুল করলেই ফর্ম বাতিল হয়ে যাবে আর আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফর্ম পূরণ করবেন, আর কী কী কারণে ফর্ম বাতিল হতে পারে, তার খুঁটিনাটি তথ্য।

কীভাবে পূরণ করবেন এই এনুমারেশন ফর্ম?

প্রথমে ফর্মের একদম উপরের দিকে একটি পার্ট থাকবে। সেখানে আপনার নিজের নাম, ঠিকানা লেখার জায়গা থাকবে। তবে এই অংশটি মূলত বিএলও-দের ব্যবহার করার জন্য। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এই অংশটি পূরণ করবে। আর এর পাশে একটি সিরিয়াল নম্বর, পার্ট নম্বর ও ইউনিক কিউআর কোড থাকবে। তবে হ্যাঁ, এখানে পুরনো ছবির জায়গায় আপনার পুরনো ভোটার কার্ডের ছবিটি লাগাতে হবে, আর সাম্প্রতিক ছবির জায়গায় ওর পাশেই আপনার একটি সাম্প্রতিক বা বর্তমান ছবি লাগাতে হবে।

দ্বিতীয় ধাপে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যগুলি ইনপুট করতে হবে। সেখানে দিতে হবে—

  • জন্মতারিখের জায়গায় আপনার নিজের জন্মতারিখ লিখতে হবে।
  • আধার নম্বরের জায়গায় নিজের আধার নম্বর দিতে হবে। তবে এটি বাধ্যতামূলক নয়। দিতেও পারেন আবার নাও দিতে পারেন।
  • মোবাইল নম্বরের জায়গায় চালু যে কোনও একটি মোবাইল নম্বর লিখতে হবে।
  • বাবার নামের জায়গায় বাবার নাম ইনপুট করতে হবে।
  • বাবার ভোটার কার্ডের নম্বরের জায়গায় ২০০২ সালের তালিকায় যে নম্বর আছে, তা বসাতে হবে। তবে এটি ঐচ্ছিক বিষয়।
  • মায়ের নামের জায়গায় সঠিকভাবে নিজের মায়ের নামে ইনপুট করতে হবে।
  • এরপর একইভাবে মায়ের ভোটার নম্বরে জায়গায় ২০০২ সালের তালিকা অনুযায়ী ভোটার নম্বর দিতে হবে।
  • এরপর স্বামী বা স্ত্রীর নামের জায়গায় যদি বাবা-মা জীবিত না থাকে, তাহলে তা দিতে পারেন। তবে এটি ঐচ্ছিক বিষয়। না দিলেও চলবে।
  • এরপর তার ভোটার নম্বর ইনপুট করতে হবে। যদিও এটিও ঐচ্ছিক বিষয়।

এরপরের ধাপে বাঁদিকে একটি বক্স থাকবে। সেখানে আপনাকে নিম্নলিখিত তথ্যগুলি ইনপুট করতে হবে—

  • প্রথমে আপনার নিজের নাম এবং ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে।
  • এরপর আপনার যে কোনও আত্মীয়র নাম লিখতে হবে, যার নাম ২০০২ সালের তালিকায় রয়েছে। তবে এখানে আপনি বাবা-মা কিংবা ঠাকুরদা বা ঠাকুমার নাম লিখতে পারেন।
  • এরপর তার সঙ্গে আপনার কী সম্পর্ক, সেটাও লিখতে হবে।
  • এরপর ওই ব্যক্তির জেলা, বিধানসভা কেন্দ্র ইনপুট করতে হবে।
  • সেই কেন্দ্রের পার্ট নম্বরটি উল্লেখ করতে হবে।

এরপর ফর্মের ডানদিকে আপনার নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় যদি না থাকে, তাহলে আপনি যে আত্মীয়র নাম লিখেছেন, সে বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমা হতে পারে, তার সমস্ত তথ্য যেমন নাম, ভোটার আইডি কার্ডের নম্বর, সম্পর্ক, বিধানসভা কেন্দ্রের নাম ইত্যাদি ইনপুট করতে হবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

এই কারণে বাতিল হতে পারে ফর্ম

তবে হ্যাঁ, কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, দুটি প্রধান কারণের জন্যই ফর্ম বাতিল হয়ে যাবে। প্রথমত, আপনি যদি ভারতীয় নাগরিক না হনম তাহলে কোনওভাবেই সেই ফর্ম গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, যদি আপনি ফর্মে কোনও ভুল তথ্য ইনপুট করেন বা জালিয়াতি বলে প্রমাণিত হয়, তাহলেও বাতিল হয়ে যাবে সেই ফর্ম। এমনকি শুধুমাত্র বাতিল বলেই নয়, কমিশন আপনার উপর উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে পারে। তাই অবশ্যই ফর্ম পূরণ করার সময় সমস্ত তথ্য সঠিকভাবেই ইনপুট করুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join