সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে কোনও ফোর-হূইলার কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার মাত্র 50 হাজার টাকা দিলেই দেশের সবথেকে সস্তার গাড়িটি বাড়ি নিয়ে আসতে পারবেন। ভাবছেন কীভাবে সম্ভব? আসলে মারুতি সুজুকির S-Presso গাড়িটি এখন আগের তুলনায় অনেকটাই সস্তা হয়েছে। আর এই সহজলভ্যতার কারণেই আপনি মাত্র 50 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটি নিতে পারবেন।
বর্তমানে S-Presso এর দাম কত?
জানা যাচ্ছে, S-Presso এর বর্তমান এক্স শোরুম দাম 3.50 লক্ষ টাকা এবং এর টপ ভেরিয়েন্টের দাম 5.25 লক্ষ টাকা। তবে এর দাম Alto এর থেকেও কম। তাই মারুতির এই গাড়িটি হাচব্যাক সেগমেন্টের মধ্যে সবথেকে সস্তা, তা বলা যায়। এমনকি এর ডিজাইনটি SUV এর মতোই। যে কারণে এটি একটি মাইক্রো SUV নামে পরিচিত। এক কথায় দেশের ছোট গাড়িগুলির মধ্যে এটি সেরার সেরা তা বলা যায়।
বলাবাহুল্য, মারুতি S-Presso পেট্রোল এবং সিএনজি উভয় বিকল্পেই পাওয়া যায়। গ্রাহকরা স্বয়ংক্রিয় কিংবা ম্যানুয়াল ট্রান্সমিশন সহ গাড়িটি কিনতে পারবে। এমনকি কোম্পানিটি বিভিন্ন রকম ভেরিয়েন্ট অফার করে। সেই সূত্রে আপনি বেস ভেরিয়েন্টি নিতে পারেন যা পেট্রোল ইঞ্জিনে চলে। এর এক্স শোরুম দাম মাত্র 3,49,000 হাজার টাকা। তবে আপনার অন রোড প্রাইস পড়বে 4,08,386 টাকা। কারণ, রোড ট্যাক্স হিসেবে 34,791 টাকা, ইন্সুরেন্স হিসেবে 23,095 টাকা আর অন্যান্য খরচের জন্য 600 টাকা অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুনঃ ৪ নাকি ৫ নভেম্বর, ২০২৫ সালে কার্ত্তিক পূর্ণিমা কত তারিখে পড়ছে? জেনে নিন দিনক্ষণ ও নিয়মকানুন
মাসিক কিস্তি কত পড়বে?
যদি আপনি 50 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে আপনাকে বাকি 3,58,686 টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। যদি ব্যাঙ্ক থেকে পাঁচ বছরের জন্য ঋণ নেন এবং সুদের হার 10% হয়, তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে মাত্র 7615 টাকা। এভাবে আপনি পাঁচ বছরে ইএমআই-এর মাধ্যমে সুদ হিসাবে 98,493 টাকা শোধ করবেন। ফলে আপনার গাড়ির মোট খরচ পড়বে 5,06,879 টাকা। তবে আপনি চাইলে মেয়াদ বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির উপর প্রভাব পড়বে। যদি মেয়াদ বাড়ান, তাহলে সুদ বেশি দিতে হবে, আর মেয়াদ কমালে সুদ কম দিতে হবে। তাই গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে এই অফার লুফে নিতে ভুলবেন না।












