বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মুখোমুখি হতে চলেছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। আর তার আগেই, টিম ইন্ডিয়ার অধিনায়ক ঘোষণা করা হল উইকেট রক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মাকে। আসলে আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টার এশিয়া কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখেই এবার ভারতীয় এ দল ঘোষণা করে দিল সিনিয়র সিলেকশন কমিটি। সেই দলকেই নেতৃত্ব দেবেন জিতেশ। তালিকায় আরও একাধিক পরিচিত নাম।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?
প্রথমেই বলে রাখি, আগামী 14 নভেম্বর থেকে শুরু হয়ে 23 নভেম্বর পর্যন্ত চলবে রাইজিং স্টার এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ম্যাচগুলি গড়াবে কাতারের রাজধানী দোহার ওয়েস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। না বললেই নয়, টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 16 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, 21 নভেম্বর পরপর দুটি সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। অন্যদিকে টুর্নামেন্টের মহা ফাইনাল রয়েছে 23 নভেম্বর। এই আসরে জায়গা করে এশিয়া কাপের মতোই এশিয়া সেরা হতে হবে ভারতকে।
ভারতের ঘোষিত দলের অধিনায়ক জিতেশ শর্মা, তালিকায় বৈভব সূর্যবংশীও
ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের সিনিয়র সিলেকশন কমিটি, ইতিমধ্যেই রাইজিং স্টার এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। সেই তালিকায় রয়েছেন, প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধির (সহ অধিনায়ক), সূর্যষ শাদেজ, জিতেশ শর্মা (অধিনায়ক এবং উইকেট কিপার) রমণদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুড়জাপজিত সিং, বিজয় কুমার বৈশ্য, যুদ্ধের সিং চারাক, অভিষেক পোরেল এবং সুয়াশ শর্মা। এছাড়াও স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, গুরনুর সিং ব্রার, কুমার কুশাগ্র, তনুস কোটিয়ান, সমীর রিজভি এবং শেখ রশিদ।
অবশ্যই পড়ুন: ২১ বছর বয়সী শেফালি বর্মার মোট সম্পত্তির পরিমাণ জানলে আশ্চর্য হবেন
উল্লেখ্য, এর আগে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি এসিসি ইমার্জিং এশিয়া কাপ হিসেবে পরিচিত ছিল। 2013 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুবার জিতলেও ভারত এবং আফগানিস্তান জিতেছে মাত্র একবার। বলে রাখি, শেষবারের মতো গত বছর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান।












