বিরাট খবর! ‘মাটির কণা’ দিয়ে পারমানবিক অস্ত্র তৈরি করতে চলেছে চিন

Published:

China New Invention They will make nuclear weapons from thorium energy
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট দৃষ্টান্ত রাখতে চলেছে চিন (China New Invention)। ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে বলেছেন, ‘আমেরিকার কাছেই সবচেয়ে বেশি পারমানবিক অস্ত্র রয়েছে।’ আর ঠিক সেই আবহে এবার উন্নত পরমাণু অস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছে ড্রাগনের দেশ। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, এবার থেকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আর ইউরেনিয়ামের উপর নির্ভর করতে হবে না শি জিনপিংয়ের দেশকে। প্রতিবেদন অনুযায়ী, এবার মাটির কণা অর্থাৎ থোরিয়াম থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে চায়না।

মাটি দিয়েই পারমাণবিক অস্ত্র!

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট বলছে, সাংহাই ইনস্টিটিউশন অফ অ্যাপ্লায়েড ফিজিক্স এর বিজ্ঞানীরা ইতিমধ্যেই মাটির কণা থোরিয়ামকে ইউরেনিয়াম জ্বালানিতে রূপান্তর করতে সফল হয়েছেন। শোনা যাচ্ছে, ওই থোরিয়াম থেকে বিপুল পরিমাণ পারমাণবিক শক্তি উৎপাদনের সম্ভাবনা খুঁজে পেয়েছেন গবেষক দল। তবে তার আগে জেনে নেওয়া প্রয়োজন আসলে কী এই থোরিয়াম?

থোরিয়াম কী?

বিজ্ঞান বলছে, থোরিয়াম আসলে এক ধরনের রেডিওঅ্যাকটিভ ধাতু। যা প্রাকৃতিকভাবে পৃথিবীতেই পাওয়া যায়। 1828 সালে প্রথমবারের মতো জন্স জ্যাকব বেরজেলিয়াস এই ধাতু আবিষ্কার করেছিলেন। মূলত মোনাজাইট বালিতে এই ধাতু পাওয়া যায়। বিশেষজ্ঞদের দাবি, ভারতের উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি থোরিয়াম মজুদ রয়েছে। এক কথায় বলা যেতে পারে, এটি মাটির এক কণা। এবার তা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরির পথে হেঁটেছে চিন।

বলা বাহুল্য, থোরিয়াম পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি ইউরেনিয়ামের চেয়ে বেশি পাওয়া যায় ফলে নিরাপদে ব্যবহার করা যাবে। রিপোর্ট বলছে, চিন সফলভাবে একটি 2 মেগা ওয়াট থোরিয়াম ভিত্তিক ম্যালুবার্ট সল্ট রিঅ্যাক্টর পরিচালনা করছে। এটি বিশ্বের প্রথম চুল্লি যেখানে থোরিয়াম জ্বালানি ব্যবহার হবে। চিনের এক পরীক্ষায় প্রমাণ করেছে থোরিয়াম থেকে পারমাণবিক শক্তি উৎপাদন করা সম্ভব। যা দিয়ে পরবর্তীতে পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরি করে শত্রুকে ঠেকাতে ব্যবহার করা যাবে।

অবশ্যই পড়ুন: এ মাসে ফের ভারত-পাকিস্তান ম্যাচ, তার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন জিতেশ শর্মা

উল্লেখ্য, কমিউনিস্ট পার্টির সচিব এবং সাংহাই ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড ফিজিক্সের উপ-পরিচালক লি কুংনুয়ান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “2023 সালের 11 অক্টোবর দীর্ঘ আলোচনার পর থোরিয়াম ম্যালুবার্ট সল্ট রিঅ্যাক্টর ধ্রুবক পারমাণবিক ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন করছে।” তাঁর মতে, ইউরেনিয়ামের তুলনায় অনেক বেশি পরিমাণে থোরিয়াম পৃথিবীতে মজুদ রয়েছে। এই থোরিয়াম থেকে তৈরি পারমাণবিক শক্তি 1000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join