বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা যেটা পারেননি, ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে মহিলা বিশ্বকাপের ট্রফি জিতিয়ে সেই অসাধ্য সাধন ঘটিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে খারাপ খবর পেতে হল পাঞ্জাবের ক্রিকেটারকে। আসলে 2025 একদিনের মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ICC (ICC Best Women Playing 11)। তবে দুঃখের বিষয় সেই একাদশে জায়গা হয়নি হরমনের। নাম নেই বাংলার রিচা ঘোষেরও। তালিকায় জায়গা পেলেন মাত্র তিন ভারতীয়।
তালিকায় বিভিন্ন দেশের প্লেয়ার
সদ্য শেষ হওয়া ওয়ানডে মহিলা বিশ্বকাপের যে সেরা একাদশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে, তাতে জায়গা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ পাকিস্তান এমনকি ইংল্যান্ডের ক্রিকেটারদেরও। বলে রাখি, ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন করে ক্রিকেটারকে বেছে নিয়েছে ICC। অন্যদিকে, পাকিস্তান এবং ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে।
তবে সবচেয়ে অবাক করা বিষয়, ফাইনালের মঞ্চে দুর্ধর্ষ পারফরমেন্স সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেরা একাদশে জায়গা হল না শেফালি বর্মা, রিচা ঘোষদেরও। তাতে কিছুটা হলেও যে মনক্ষুণ্ণ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা তা বলাই যায়। এদিকে রিচা ঘোষের বিকল্প হিসেবে আবার সেরা একাদশে জায়গা বুঝে নিয়েছেন পাকিস্তানের উইকেট রক্ষক সিদরা নাওয়াজ। যেখানে এবারের বিশ্বকাপে একেবারে খারাপ পফরমেন্স ছিল পাকিস্তান দলের।
অবশ্যই পড়ুন: বিজ্ঞানী সেজে দেশের পরমাণু সংক্রান্ত তথ্যপাচার, পাকিস্তানেও যাতায়াত! গ্রেফতার আখতার
একনজরে ICC-র সেরা একাদশ
স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (ভারত), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), অ্যানাবল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), সিদরা নাওয়াজ (উইকেট রক্ষক) আলানা কিং (অস্ট্রেলিয়া) এবং সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)। 12 নম্বর প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডেরই ন্যাট শিভার ব্রান্ট।












