বড় ঘোষণা SSC-র! শুক্রবারেই প্রকাশিত হতে চলেছে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল

Published:

School Service Commission
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী শুক্রবার অর্থাৎ ৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) বা SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। অর্থাৎ সেই দিনেই রাজ্যের প্রায় ৫ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। অন্যদিকে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম-দশমের ফলাফল ঘোষণা করা হতে চলেছে। ওয়েবসাইটেই ফলাফল ও তালিকা প্রকাশ করা হবে।

প্রকাশিত হবে SSC-র ফলাফল

গত ৩ এপ্রিল সুুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি চলে গিয়েছিল ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। ২০১৬ সালের পুরনো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বেঁধে দিয়েছিল সময়। সেই সব নিয়ম মেনেই গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। আপাতত মিটেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রক্রিয়া। এবার ফলাফল প্রকাশের পালা। SSC-র তরফে জানানো হয়েছে প্রথমে একাদশ-দ্বাদশের ফল প্রকাশিত হবে, তার পর তার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং পরে নবম-দশমের নথি যাচাইয়ের পরে ইন্টারভিউ হবে। আশা করা যাচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে।

SSC নিয়োগের মোট শূন্যপদ কত?

চলতি বছর এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নবম-দশম এবং একাদশ -দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩৫,৭২৬টি। যার মধ্যে একাদশ ও দ্বাদশের জন্য ১২ ৫১৪টি শূন্যপদ রয়েছে এবং নবম-দশম-এর জন্য শূন্যপদ রয়েছে ২৩ হাজার ২১২টি। এই বিপুল সংখ্যক পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী। কমিশনের রিপোর্ট অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। অন্যদিকে নবম ও দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। তাই সেক্ষেত্রে নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। তাহলে ৩৫৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: রায়গঞ্জের BDO-র বিরুদ্ধে সোনার ব্যবসায়ীকে অপহরণ ও খুনের অভিযোগ!

নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে!

এসএসসি সূত্রের খবর, মডেল প্রশ্নপত্র চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা। তা ভুল না সঠিক, সেটি যাচাই পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলাফল ঘোষণার আগে সেটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। সেগুলি হল পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। উল্লেখ্য কমিশনের আগের নিয়ম অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া চলত আঞ্চলিক ভাবে। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে, ২০২১ সাল থেকে কেন্দ্রীয় ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join