জোহরান মামদানির জয়ের আসল নায়িকা তাঁর স্ত্রী! কে এই রামা দুওয়াজি?

Published:

Zohran Mamdani Wife
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন 33 বছরের এই ডেমোক্র্যাটিক নেতা। ভারতীয় বংশোদ্ভূত জোহরান প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। এমনকি তিনিই হবেন নিউইয়র্কের প্রথম বামপন্থী মুসলিম মেয়র। তবে সবকিছু একদিকে রেখে জোহরানের স্ত্রী (Zohran Mamdani Wife) রামা দুওয়াজি বর্তমানে উঠে এসেছেন আলোচনার শিরোনামে। কারণ, সিরিয়ার সুন্দরী এই রমণীইও নাকি জোহরানের জয়ের পিছনে আসল নায়িকা!

কে এই রামা দুওয়াজি?

জানা গেল, রামা দুওয়াজি একজন সিরিয়া মার্কিন শিল্পী। জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকেই মূলত তিনি সামনে আসেন। অনেকেই বলছে, স্বামীর জয়লাভের পিছনে মূল হাত তাঁর। জানা গিয়েছে, 28 বছর বয়সী এই তরণী কাতারের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টসে পড়াশোনা করেছেন। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্কুলের রিচমন্ড ক্যাম্পাসে ট্রান্সফার হন। তারপর নিউইয়র্কের স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস থেকে চিত্রাঙ্কনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এমনকি ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর 2 লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। আর তাঁর স্বামী মেয়র নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকেই তা আরও বাড়তে শুরু করেছে।

তবে তাঁদের দু’জনের পরিচয় হয় মূলত একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। জানা যাচ্ছে, এ বছরের শুরুতেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এমনকি নির্বাচনের দিন শাশুড়ি মীরা নায়ার পুত্রবধূর উদ্দেশ্যে লিখেছিলেন যে, “ডার্লিং ডটার ইন-ল, নতুন দিনে আমাদের শহর আবারও শিল্পে ভরে উঠবে। নিউইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি হতে চলেছ তুমি।” কিন্তু তিনি এখনও পর্যন্ত জানাননি যে, সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা।

আরও পড়ুনঃ মালয়েশিয়াতেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি করল NPCI

জোহরান মামদানির মা-বাবার পরিচয়

এবার আসি জোহরান মামদানির মা-বাবার কথায়। জোহরান মামদানির মা, অর্থাৎ মীরা নায়ারের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় 1987 সালে। তারপর বর্তমান স্বামী মাহমুদ মামদানির সঙ্গে পরিচয় হয়। তাঁদের ঘরেই জন্ম নেন জোহরান মামদানি। মুম্বাইতে 1991 সালে জোহরান মামদানির জন্ম। এরপর গুজরাটি বংশোদ্ভূত মাহমুদ ও মীরা পরে পাকাপাকিভাবেই আমেরিকায় শিফট হন। বর্তমানে মাহমুদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজ পড়ান। নিউইয়র্কেই জোহরানের বেড়ে ওঠা। এখন শুধু আগামী 1 জানুয়ারির অপেক্ষা। কারণ, এদিনই জহরান মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join