বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশের নারীদের কৃতিত্বে গর্বিত ভারতবাসী। আর ঠিক সেই আবহে বাংলাদেশ মহিলা দলকে ঘিরে উঠে আসছে এক নিন্দাজনক ঘটনা। অভিযোগ, বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নাকি তার থেকে বয়সে ছোট ক্রিকেটারদের মারধর করেন (Allegations On Nigar Sultana)। তাছাড়াও দীর্ঘদিন ধরে জুনিয়রদের হেনস্থারও অভিযোগ রয়েছে নিগারের বিরুদ্ধে। ওপার বাংলার মহিলা ক্রিকেটারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তাঁরই প্রাক্তন সতীর্থ জাহানারা আলম।
নিগারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সতীর্থের
বাংলাদেশ মহিলা দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার একসময়ের সতীর্থ জাহানারা অভিযোগ করেছেন, নিগার নাকি নিয়মিত তাঁর থেকে জুনিয়র ক্রিকেটারদের উপর অত্যাচার করেন, তাঁদের বেধড়ক মারধর করেন। কালের কন্ঠের এক প্রতিবেদন অনুযায়ী নিগারের একসময়ের বন্ধু জানিয়েছেন, ‘জ্যোতি ছোটদের প্রচুর মারধর করে। এবারের বিশ্বকাপেও জুনিয়ররা আমার কাছে এসে নালিশ করেছে। তাঁরা জানিয়েছে, ‘এটা আর করব না, তাহলেই আবার থাপ্পড় খেতে হবে।’
জাহানারার বক্তব্য, কয়েকজনের কাছ থেকে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন প্রায়শই নাকি জুনিয়রদের গায়ে হাত তোলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। এমনকি জুনিয়রদের রুমে ডেকে নিয়েও তাদের উপর অত্যাচার চালান জ্যোতি। জুনিয়রদের পাশাপাশি জ্যোতির বিরুদ্ধে সিনিয়রদের অপমান করার অভিযোগ তুলেছেন জাহানারা। তাঁর বক্তব্য, ‘বাংলাদেশ ক্রিকেট দলে ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করছে জ্যোতি। শুরু থেকেই সিনিয়রদের নাম ধরে ডাকতেন তিনি। আমাকে জাহান বলেই ডাকতেন। এছাড়াও অনেক নিয়মবিরুদ্ধ কাজ করেছে ও। প্রায়শই ফিটনেস টেস্ট দেয়না জ্যোতি।’
জুনিয়রদের র্যাগিং করতেন জ্যোতি?
বাংলাদেশের মহিলা দলের অধিনায়কের বিরুদ্ধে ছোটদের মারধোরের পাশাপাশি তাদের নিয়মিত র্যাগিং করারও অভিযোগ রয়েছে। জানা যায়, মাঝেমধ্যেই নাকি জুনিয়রদের দিয়ে নিজের কিটব্যাগ টানাতেন ওপার বাংলার মহিলা ক্রিকেটার। জুনিয়ররাও বাধ্য হয়ে নাকি অধিনায়কের কথা মানতেন। জাহানারা বাংলাদেশের সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় এও জানিয়েছিলেন, ‘মাঝেমধ্যেই নিজের রুমে ডেকে নিয়ে জুনিয়রদের দিয়ে মাথা এমনকি হাত-পাও টেপাত ও।’
অবশ্যই পড়ুন: BCCI-র ভয়ে ICC-র বৈঠকে নেই নকভি! কবে এশিয়া কাপের ট্রফি আসবে ভারতে?
যদিও, বাংলাদেশ দলের প্রাক্তন মহিলা ক্রিকেটারের এমন সব অভিযোগের বিরোধিতা করেছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। BCB র তরফে সাফ জানানো হয়, ‘বাংলাদেশ দলের এক প্রাক্তন মহিলা ক্রিকেটার আমাদের দলের অধিনায়ককে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ধরনের অভিযোগের তীব্র বিরোধিতা জানায়। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আজগুবি। এর সাথে বাস্তবের কোনও মিল নেই।’ এদিকে প্রাক্তন সতীর্থর তরফে অভিযোগ পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিগার সুলতানাও।
সমাজ মাধ্যমে একটি পোস্টে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক লেখেন, ‘এই দলটা আমাদের সবার। আমরা সবাই পরিশ্রম করে দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এদিকে এত নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। অবাক লাগছে যে যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রাখতেন।’ সবশেষে, সুলতানা লেখেন, ‘গুজব ছড়িয়ে আলোচনায় আসলেও সেটা কার্যকর হবে না আশা রাখি।’












