বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল, আন্তর্জাতিক জঙ্গি ভারত থেকে পলাতক জাকির নায়েককে লাল গালিচায় স্বাগত জানাতে চলেছে বাংলাদেশ। আর এই খবর পাঁচ কান হতেই সতর্ক হয়ে যায় ভারত। এরপরই এ দেশ থেকে পলাতক জঙ্গিকে নিয়ে বড়সড় বার্তা দেয় নয়া দিল্লি। আর সেই সাবধানির পরই এবার শোনা যাচ্ছে, এখনই জাকিরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছে না মহম্মদ ইউনূসের সরকার (Zakir Naik Bangladesh Tour Postponed)। যে খবর নিশ্চিত করেছে ওপার বাংলার প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো।
ভারতের বার্তার পরই বড় সিদ্ধান্ত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের
যে জাকিরকে স্বাগত জানাতে চলেছিল বাংলাদেশ, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে ঘৃণা এবং বিদ্বেষমূলক বক্তৃতা ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন জাকির, এমনটাই তদন্তকারীদের অনুমান। বলাই বাহুল্য, 2012 সালে বিদ্বেষ মূলক মন্তব্যের কারণে দেশের বিভিন্ন প্রান্তে এই জাকিরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। পরবর্তীতে 2016 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পরই ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে যান আমেরিকার তরফে আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া জাকির।
এদিকে, বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, চলতি নভেম্বরেই নাকি ভারত থেকে পলাতক জঙ্গিকে স্বাগত জানাতে চলেছে ইউনূসের প্রশাসন। রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের আসন্ন 28 এবং 29 তারিখ দুদিন ঢাকায় থাকার পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি সীমান্ত সংলগ্ন এলাকা গুলিতেও পরিদর্শনে যেতেন জাকির। সেই খবর সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে পাঁচ কান হতেই সতর্ক হয়ে যায় ভারত। এরপরই গত বৃহস্পতিবার নয়া দিল্লিতে বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জাকিরের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একেবারে খোলাখুলি জানান, ‘জাকির একজন পলাতক ব্যক্তি। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছে ভারত। সে যেখানেই থাকুক না কেন সেখানকার কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই আশা আমাদের।’
অবশ্যই পড়ুন: রুমে ডেকে জুনিয়রদের উপর …! বিরাট অভিযোগ বাংলাদেশ মহিলা দলের অধিনায়কের বিরুদ্ধে
এদিন জাকির প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের এমন বার্তার পরই কার্যত গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ইউনূসদের। মনে করা হচ্ছে, ভারতের তরফে বার্তা পাওয়ার সাথে সাথেই জাকিরের বাংলাদেশ সফর স্থগিত করা হল। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে, এখনই জাকিরকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়া হবে না। এর কারণ হিসেবে অবশ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ‘জাকির বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হতে পারে। যা নিয়ন্ত্রণে রাখতে সমস্যায় পড়তে পারেন আইনশৃঙ্খলারক্ষা বাহিনী। তাছাড়াও নির্বাচনের আগে যথাযথ নিরাপত্তা মোতায়ন করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই ভোটের আগে এখনই তাঁকে এদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না।’ যদিও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতের বার্তার পর ভয় পেয়েই পুরনো সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল বাংলাদেশ সরকার।












