সহেলি মিত্র, কলকাতা: বাস, লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার ট্রেন, বৃহন্নলাদের (Transgender In Train) দাপটে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। এদের হাততালির আওয়াজ শুনলেই অনেকে বিরক্ত হয়ে ওঠেন। তাঁদের মনমর্জি মতো টাকা না দিলে অশান্তির শেষ থাকে না। অভিশাপ দেওয়া থেকে শুরু করে কখনো আবার জোর করে টাকা ছিনিয়ে নেওয়ারও নজির রয়েছে। বিশেষ করে ট্রেনে এরকম দৃশ্য বেশ কয়েকবার দেখা গেছে এখনো পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের তরফে সরকারের কাছে বারবার আবেদন জানানো হয়েছে এরকম ঘটনা আটকানোর জন্য। অবশেষে সকলে সেই আবেদন মেনে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল।
বৃহন্নলাদের আটকাতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের
আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতীয় রেলের তরফে কী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। ভারতীয় রেলের স্তরকে জানানো হয়েছে এবার যদি কোনও ব্যক্তি বৃহন্নলা সেজে সাধারণ যাত্রীদের বিরক্ত করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
আগামী দিনে কোনও যাত্রী যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে তারা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ১৩৯ নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। তারপর যা ব্যবস্থা নেওয়ার রেল নেবে।
আটক ৫৪ জন
রেলের তরফে সম্প্রতি এই বিষয়ে একটি তথ্য জারি করা হয়েছে। জানলে অবাক হবেন, সম্প্রতি এক অক্টোবর থেকে ১৫ অক্টোবর নর্থ সেন্টাল রেলওয়ে আগ্রা ডিভিশনে রেলওয়ে প্রটেকশন ফোর্স এক অভিযান চালায়। সেখানে ৫৪ জনকে আটক করা হয়েছে। যারা বৃহন্নলা সেজে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন। এছাড়াও টাকা আদায়ের পাশাপাশি করেছেন খারাপ ব্যবহার ও বিনা টিকিটে যাত্রা অভিযোগে উঠেছে অনেকের বিরুদ্ধে।












