ধোনির চেন্নাইয়ের ঘর ভেঙে এই স্টার প্লেয়ারকে দলে টানতে পারে KKR

Published:

KKR May Sign CSK Player report says KKR will buy Rahul Tripathi
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL এর নতুন মরসুমে ছন্দে ফিরতে মরিয়া শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সেই মতোই শুরু হয়ে গিয়েছে দল গঠনের কাজ। চন্দ্রকান্ত পন্ডিত কোচের পদ ছাড়ার পর নাইট ম্যানেজমেন্টের প্রথম কাজ ছিল শূন্যস্থান ভরাট করা। সেটা করে ফেলেছে রিঙ্কু সিংদের দল। এবার থেকে নাইট শিবিরেরর ভাল মন্দ দেখার দায়িত্ব অভিষেক নায়ারের। প্রধান কোচের আসন পাওয়ার পরেই তাঁর নজরেই নাকি রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের এক তারকা ক্রিকেটার। শোনা যাচ্ছে, IPL 2026 সিজনের আগে তাঁকে দলে নিতে প্রস্তুত KKR (KKR May Sign CSK Player)।

চেন্নাইয়ের ঘর ভেঙে ভারতীয় তারকাকে সই করাবে KKR?

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী 15 নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 দল তাদের ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে। আর তারপরই আগামী ডিসেম্বরের 13 থেকে 16 তারিখের মধ্যেই ভারতের মাটিতেই গড়াবে নিলাম পর্ব। আর তার ঠিক আগেই উঠে আসছে বড় খবর। ক্রিকেট অ্যাডিক্টরের একটি প্রতিবেদন অনুযায়ী, KKR এর নতুন কোচ অভিষেক নায়ার নাকি ধোনির দল চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠীর উপর নজর রেখেছেন।

মাঝে শোনা গিয়েছিল, IPL 2026 সিজনের আগেই রাহুল ত্রিপাঠী সহ বেশ কয়েকজন নামজাদা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে CSK। সূত্র বলছে, চেন্নাইয়ের তরফে রাহুলের বাদ পড়ার সম্ভাবনা কানে যেতেই তাঁকে সই করানোর জন্য উঠেপড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এ প্রসঙ্গে শাহরুখ খানের ম্যানেজমেন্টের তরফে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

বেশ কয়েকটি সূত্র এও বলছে, যে কোনও প্রকারে চেন্নাইয়ের ঘর ভেঙে ভারতীয় তারকা রাহুলকে দলে টানতে পারে নাইট ম্যানেজমেন্ট! মনে করা হচ্ছে, টপ অর্ডারর খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব এবং রান করার দক্ষতা দেখেই তাঁকে কাজে লাগাতে চাইছেন বেঙ্কি মাইসোররা। তাছাড়াও সম্প্রতি নাইট শিবিরের প্রধান কোচ অভিষেক নায়ারের সাথে একটি পার্টিতে দেখা গিয়েছে রাহুল ত্রিপাঠীকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি। যা নাইট ভক্তদের মনে জল্পনাকে অনেকটাই উসকে দিয়েছে। কেউ কেউ বলছেন, অভিষেকের হাত ধরেই আসন্ন মরসুমে কলকাতার হয়ে কামাল দেখাবেন রাহুল। এখন দেখার অভিষেক নায়ারের কোচ হওয়ার মতোই KKR শিবিরে রাহুলের জল্পনা সত্যি হয় কিনা।

অবশ্যই পড়ুন: পেছনে ফেলেছেন বহু বাঘা প্লেয়ারকে! জন্মদিনে বিরাটের চোখ ধাঁধানো ২২ রেকর্ড দেখে নিন

উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল KKR এ আসতে পারেন কে এল রাহুল। বেশ কয়েকটি রিপোর্ট এও দাবি করেছিল, কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী কোচ হতে পারেন ভারতীয় তারকা। যদিও সেই জল্পনা আপাতত কিছুটা থিতিয়ে গিয়েছে। কেননা, নাইট শিবিরের তরফে কে এলকে দলে নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তাছাড়াও রিপোর্ট অনুযায়ী, কে রাহুলের মতো একজন খেলোয়াড়কে এখনই ছেড়ে দিতে প্রস্তুত নয় দিল্লি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join