BPL ও EWS-দের আগামী ২৫ বছর বিনামূল্যে বিদ্যুৎ! ঘোষণা রাজ্য সরকারের

Published:

free electricity
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট উদ্যোগ মহারাষ্ট্র সরকারের। এবার রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (MSEDCL) স্বয়ংপূর্ণা আবাসিক স্মার্ট প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে দরিদ্র সীমার নীচে অর্থাৎ বিপিএল ক্যাটাগরি ও অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির মানুষদের আগামী ২৫ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) সরবরাহ করা হবে।

বিনামূল্যে মিলবে বিদ্যুৎ

জানা গিয়েছে, এই উদ্যোগের আওতায় সুবিধাভোগীদের বাড়িতে ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার প্যানেল স্থাপন করা হবে। বিদ্যুৎ বিতরণ সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লোকেশ চন্দ্র নিজেই সোমবার এক সরকারি বিবৃতিতে এ কথা বলেছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই এই প্রকল্পে অবদান রাখবে। যেমনটা জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই প্রকল্পে মোট ৬৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এর মাধ্যমে ৫ লক্ষ পরিবার যার মধ্যে ১.৫৪ লক্ষ বিপিএল এবং ৩.৪৫ লক্ষ ইডব্লিউএস গ্রাহকরা প্রতি মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।

করা যাবে অতিরিক্ত আয়

বলে রাখি, সুবিধাভোগীরা তাদের সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করেও অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবে। এমনকি কেন্দ্র প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। আর প্রতিটি ১ কিলোওয়াট বিদ্যুৎ স্থাপনের জন্য সুবিধাভোগীদের ৩০ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ যোগী মডেলে বাংলায়! বুলডোজার চালিয়ে ধূলিসাৎ CPIM পার্টি অফিস! শোরগোল ঘোলায়

এই স্মার্ট প্রকল্পের আওয়ায় রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি ভোক্তা খরচ অনেকটাই কমবে। জানা যাচ্ছে, বিপিএল গ্রাহকরা কেন্দ্র সরকারের থেকে ৩০ হাজার টাকা এবং রাজ্য সরকারে থেকে ১৭ হাজার ৫০০ টাকা পাবে। এমনকি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গ্রাহকরা ১৫ হাজার টাকা করে ভর্তুকি পাবে। মোদ্দা কথা, রাজ্যের এই উদ্যোগের মাধ্যমে বিরাট উপকৃত হবে সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join