প্রীতি পোদ্দার, নবদ্বীপ: রাস পূর্ণিমার শুভলগ্নে নবদ্বীপে শুরু হল তৃণমূল বিজেপির মহা সংঘর্ষ! দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয় লক্ষ্য করে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। ইট ও লাঠি দিয়ে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় বিজেপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের অফিসে হামলা চালায় বিজেপি।
সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার প্রথমে নদিয়ার তাহেরপুরে কর্মসূচি সেরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পরে সন্ধ্যায় তিনি নবদ্বীপে গিয়ে রাস উপলক্ষে শ্যামা মায়ের পুজো দেন এবং বিজেপির একটি বুক স্টলের উদ্বোধন করেন। ফেরার পথে তাঁর কনভয়ের গাড়িগুলি নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায় ঘোরানোর সময় বচসার মুখে পড়ে। অভিযোগ, হঠাৎই বাসস্ট্যান্ডের থেকে কনভয়ের দিকে ইট ছোড়া হয় এবং পিছনের গাড়িগুলিতে হামলা করা হয়।
কী বলছেন সুকান্ত মজুমদার?
বুধবার কনভয়ের দিকে ছোড়া ইট পাথরের আঘাতে বিজেপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি আগেই বেরিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। তবে এই হামলার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুকান্তের উপস্থিতিতে তৃণমূলের INTTUC অফিসে পাল্টা হামলা করে বিজেপি। হামলার প্রসঙ্গে তুলে সুকান্ত মজুমদার বলেন, “দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, তারা যদি কোনও কড়া ব্যবস্থা না নেয়, তাহলে রক্তের হিসেব আমরা বুঝে নেব। যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরাই ব্যবস্থা নেব। বিজেপি সেই ক্ষমতা রাখে।” এই ঘটনার পর আইসি-কে সরাতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি।
আরও পড়ুন: চূড়ান্ত হয়ে গেল সুপার কাপ সেমির দিনক্ষণ, কবে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?
অভিযোগ অস্বীকার তৃণমূলের
নবদ্বীপে তৃণমূল বিজেপির এই রাজনৈতিক সংঘর্ষ এবং দ্বন্দ্বের অভিযোগে তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে বিজেপি। এমনকি বিজেপি হামলা জনিত যে সকল অভিযোগ তুলেছিল সেই সব অস্বীকার করেছেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূল কর্মীদের অত সময় নেই যে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা চালাতে যাবে। দেখুন ওদের কোথাও গোষ্ঠীদ্বন্দের সমস্যা হচ্ছে কি না।” এদিকে বিজেপির যেই দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁদের মধ্যে অনুপম তালুকদার নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কল্যাণীর এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।












