বাগডোগরায় সেনা ছাউনিতে গুপ্তচর? আইডি দেখাতেই ধৃত বাংলাদেশি! ছিল আধার কার্ডও

Published:

Bangladeshi Resident Arrested
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে এসআইআর শুরু হতেই যেন অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। হ্যাঁ, পালানোর সময় একের পর এক সীমান্ত দিয়ে আটক হচ্ছে বাংলাদেশীরা। আর সেই আবহে এবার দার্জিলিং-এর বাগডোগরায় গ্রেপ্তার (Bangladeshi Resident Arrested) হল এক বাংলাদেশী নাগরিক। মোবাইলে আধার কার্ড দেখাতে গিয়েই বেরিয়ে আসলো বাংলাদেশের পরিচয়পত্র। ধৃতকে আজ আদালতে তোলা হবে।

বাগডোগরা থেকে গ্রেফতার বাংলাদেশী

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওখানে সুপারভাইজার হিসেবে প্রবেশ করছিলেন। তবে নিরাপত্তা আধিকারিকরা তার পরিচয়পত্র দেখতে চাইলে প্রথমে তিনি ভোটার কার্ড দেখান। এরপর আধার কার্ড দেখতে চাইলেই তিনি ফোন থেকে বের করে ফেলেন বাংলাদেশী পরিচয়পত্র। সেখানে স্পষ্ট লেখা, তার নাম নন্দ মন্ডল ও বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ।

এই খবর সামনে আসতেই নিরাপত্তা আধিকারিকরা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত করে জানা যায় যে, তিনি ১৯৯০ সালে চাংরাবান্ধা কাঁটাতার বর্ডার পেড়িয়ে এদেশে এসেছিলেন। এমনকি সেখান থেকেই নন্দ মন্ডল সহ তার পরিবার জলপাইগুড়ির কোতায়লি থানা এলাকায় বসবাস করছে। উল্লেখ্য, তাকে বাগডোগরা থানায় হস্তান্তর করা হয়েছে। আর আজ তাকে শিলিগুড়ি মহাকুম আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুনঃ ‘আমার ছবি চুরি করা হয়েছে!’ মুখ খুললেন রাহুল গান্ধীর দেখানো ব্রাজিলিয়ান মডেল

২০০২ এর তালিকায় রয়েছে নাম

তবে সবথেকে বড় ব্যাপার, ২০০২ সালে বাংলা জুড়ে যে এসআইআর হয়েছিল, সেখানে নন্দ মন্ডল সহ তার গোটা পরিবারের নাম রয়েছে। অক্টোবর মাসেও তিনি তিন থেকে চারদিন ওই বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনিতে কাজ করছিলেন বলে খবর। এমনকি নভেম্বর মাসেও দু’দিন কাজ করেছেন। তবে পুনরায় আবার গতকাল সুপারভাইজার হিসেবে যোগদান দিতে যাওয়াতেই নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলেন। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিকবার সে ভারত থেকে বাংলাদেশে গিয়েছে। আবার পুনরায় কাঁটাতার পেড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join