শক্তি বাড়বে ভারতীয় ফুটবল দলের, খেলবেন দুই বিদেশি ফুটবলার!

Published:

2 foreign players will play for Indian Football Team soon
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন ভারতের কাছে এখন কার্যত স্বপ্নের মতোই। তবুও আগামী 18 নভেম্বর বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে খালিদ জামিলের ভারত (Indian Football Team)। আর তার আগেই বিরাট পদক্ষেপ নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। জানা যাচ্ছে, সমস্ত জল্পনা মিটিয়ে অবশেষে ভারতীয় জার্সির শক্তি বাড়াতে চলেছেন দুই বিদেশি ফুটবলার। হ্যাঁ, ভারতীয় বংশোদ্ভুত ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী এবার নীল জার্সি পরে খেলতে চলেছেন।

বাংলাদেশের বিপক্ষে খেলবেন এই দুই বিদেশি?

এশিয়ান কাপে এই মুহূর্তে ভারতের যা অবস্থা তাতে আগামী 18 নভেম্বরের ম্যাচ এক প্রকার নিয়মরক্ষার। যদিও সেই ম্যাচের জন্যই গত বুধবার 23 সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেন প্রধান কোচ খালিদ। যদিও সেই স্কোয়াডে ছিলেন না দুই বিদেশি। তাহলে কি বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলে খেলবেন তাঁরা? এ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে একেবারে স্পষ্ট জানিয়েছেন, ‘বিষয়টি হেড কোচ দেখছেন। বাংলাদেশের ম্যাচের আগে তাঁরা যদি ক্যাম্পে প্রত্যাশা মতো ফুটবল খেলতে পারেন তবে অবশ্যই ভারতীয় দলের সাথে ঢাকায় উড়ে যাবেন।’

বলাই বাহুল্য, আজ থেকেই বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারতীয় দলের ক্যাম্প। সেখানেই প্রস্তুতি পর্ব কাটিয়ে আগামী 15 নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। আর তার আগেই ভারতীয় শিবিরে ভিড়তে চলেছেন এদেশের পাসপোর্ট ধারি ডিফেন্ডার অবনীত এবং অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভুত 31 বছর বয়সী উইলিয়ামস। এখন দেখার, ক্যাম্পে নিজেদের দক্ষতা প্রদর্শন করে তাঁরা খালিদের নজর কাড়তে পারেন কিনা।

অবশ্যই পড়ুন: নবদ্বীপে সুকান্তর কনভয়ে হামলা! পাল্টা INTTUC-র অফিসে ‘ভাঙচুর’ বিজেপির

উল্লেখ্য, 26 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অবনীত সেন্টার ব্যাংক পজিশনে খেলেন। জানা গিয়েছে, তাঁর বাবা চাকরি সূত্রে দূতাবাস কর্মী হওয়ার কারণে বিভিন্ন দেশে সময় কাটাতে পারেন তিনি। না বললেই নয়, ভারতীয় পাসপোর্টধারী এই ফুটবলার বলভিয়ার শীর্ষস্থানীয় ক্লাব ডেল বলোমপি বলিভিয়ানোতে খেলেন। এর আগে আর্জেন্টিনার সোলডি মায়োতেও খেলেছিলেন তিনি। এখানেই শেষ নয়, 2019-20 ISL সিজনে ভারতীয় ক্লাব কেরালা ব্লাস্টার্স এও খেলেছেন নেপালে জন্মগ্রহণকারী এই ফুটবলার। অন্যদিকে, উইলিয়ামসের মা ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। তাঁর বাবার জন্ম অবশ্য ইংল্যান্ডের কেন্টে। জানা যায় অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী এই ফুটবলার বেঙ্গালুরু এফসিতে খেলেন। সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন এই দুই বিদেশি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join