Jio থেকে Airtel, VI ডিসেম্বর থেকে ফের অনেকটাই বাড়াতে পারে রিচার্জের দাম!

Published:

Recharge Plan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রিচার্জ প্ল্যানগুলি (Recharge Plan) যেন সাধারণ মানুষের গায়ে ছ্যাঁকা দিচ্ছে। তবে সম্প্রতি আবারও শোনা যাচ্ছে, যে রিচার্জ প্ল্যানের দাম নাকি আরও বাড়তে পারে। জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল, Jio, ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম নাকি খুব শীঘ্রই বাড়াতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে, আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই ব্যবহারকারীদের আগের তুলনায় 10 থেকে 12 শতাংশ টাকা বেশি দিতে হবে রিচার্জ করার জন্য।

কিন্তু হ্যাঁ, এয়ারটেল, জিও এবং ভিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব তার এক্স অ্যাকাউন্ট থেকেই এই দাম বৃদ্ধির বিষয়টি টুইট করেছিলেন। এমনকি তিনি ছাড়াও DealBee Deals জানিয়েছে যে, 1 ডিসেম্বর থেকে রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি তারা প্রতিটি প্ল্যানের দাম কত হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত তথ্যও দিয়েছে। জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

প্রতিদিন 2GB ডেটার জন্য দিতে হতে পারে 949 টাকা

টুইটারের পোস্ট অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, ভারতে মোবাইল ডেটা প্ল্যানের দাম খুব শীঘ্রই বাড়তে পারে। টেলিকম অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই মোটামুটি 10% দাম বাড়াতে পারে বলে আশা করা যাচ্ছে। এমনকি তিনি বলেছেন যে, 84 দিনের মেয়াদ সহ 2GB ডেটা প্ল্যানের দাম এবার 949 টাকা থেকে বেড়ে 999 টাকার মধ্যে হতে পারে। পাশাপাশি মোবাইল ডেটা প্ল্যানের দাম আরও বাড়বে বলেই অনুমান।

এছাড়া DealBee Deals এর অ্যাকাউন্ট থেকে একটি টুইটে বলা হয়েছে যে, টেলিকম অপারেটররা 1 ডিসেম্বর থেকে রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়াবে। মোটামুটি 10 থেকে 12 শতাংশ বাড়তে পারে। এমনকি তারা আরো জানিয়েছে যে, 199 টাকার প্ল্যানের দাম 2019 টাকা হবে। 899 টাকার প্ল্যানের দাম 999 টাকায় ঠেকবে। কিন্তু তারা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নিশ্চয়তা দেয়নি।

আরও পড়ুনঃ শিখদের ফুল দিয়ে বরণ, হিন্দুদের অপমান করে তাড়িয়ে দিল পাকিস্তান! বিদ্বেষ ছড়ানোর চেষ্টা?

তাই যদি এই দাবিগুলি সত্যি হয়, তাহলে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া গ্রাহকদের রিচার্জ করার জন্য যে বাড়তি টাকা খোয়াতে হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফলে সাধারণ মানুষের পকেটে আরও বোঝা বাড়বে। কারণ, আজকাল রিচার্জের জন্য এমনিতেই চিন্তায় চিন্তায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join