বহরমপুরে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, SIR আতঙ্কে আত্মহত্যা দাবি পরিবারের

Published:

Berhampur
Follow

প্রীতি পোদ্দার, বহরমপুর: বহু বিতর্কের পর অবশেষে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। কিন্তু এই SIR নিয়ে শুরু থেকেই প্রতিবাদী কন্ঠ ছেড়ে চলেছে তৃণমূল। অভিযোগ, SIR ইস্যুতে ভয়, ত্রাসের আবহ তৈরি করছে বিজেপি। শুধু তাই নয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুশিয়ারির অভিযোগ উঠছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। যদিও পাল্টা মন্তব্য করেছে বিজেপি। তার উপর SIR আতঙ্কে থামছেই না মৃত্যু মিছিল। আর এই আবহে ফের আত্মঘাতীর ঘটনা ঘটল বহরমপুরে (Berhampur)।

বেড়েই চলেছে আত্মহত্যার ঘটনা

SIR বঙ্গে চালু হওয়ার পর থেকেই একাধিক মৃত্যুর খবর সামনে উঠে এসেছে। প্রথমটা শুরু হয়েছিল NRC দিয়ে। গত ২৮ অক্টোবর আগরপাড়ার প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন। তিনি একটি নোটে ‘এনআরসি-র আতঙ্ক’-কে দায়ী করেছিলেন। এর পরে ৩০ অক্টোবর বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের মৃত্যু হয়। তাঁর পরিবারের সদস্যদেরও অভিযোগ ছিল, ২০০২ সালের ভোটার তালিকায় ওই প্রবীণের নাম ছিল না। তাই আতঙ্কিত ছিলেন তিনি। এমনকি একই অবস্থা হয়েছিল ডানকুনিতে। এবার সেই মৃত্যু সংবাদ মিলল বহরমপুরে।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বহরমপুর পুরসভা এলাকায়। সেখানকার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা তারক সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। মশলামুড়ি বিক্রি করে জীবনযাপন করতেন তিনি। দীর্ঘ কয়েকবছর ধরে ওই এলাকায় বসতি স্থাপন করে আসছেন। প্রতিবেশীদের দাবি এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এবং পুরনো কোনও নথিপত্র না থাকায় চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। তাতেই এই পরিণতি হয়েছে তাঁর।

আরও পড়ুন: নিউটাউনের ছায়া দমদমে! SIR হতেই ফাঁকা সাঁপুই পাড়া, বাংলাদেশ পালাতে গিয়ে পড়ল ধরা

মৃত ব্যক্তির পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না তারক সাহা নামে ওই ব্যক্তির। এমনকি ওই তালিকায় তাপসের বাবা-মায়ের নামও ছিল না। জানা গিয়েছে, ওই ব্যক্তি আগে রিকশা চালাতেন। সম্প্রতি একটি ঝালমুড়ির ব্যবসা খুলেছিলেন। এরপর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। খাওয়া ঘুম ঠিকভাবে করছিলেন না তিনি। পরিবারের দাবি, তারকের জন্ম পশ্চিমবঙ্গেই। কিন্তু তার পরেও ২০০২ সালের তালিকায় নাম না থাকায় তাঁর উদ্বেগ বাড়ছিল। আর তার জেরেই বৃহস্পতিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join