বিক্রম ব্যানার্জী, কলকাতা: 7 নভেম্বর, শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশের ফলাফল। তবে তার আগেই হাইকোর্টের নির্দেশ মেনে বিরাট পদক্ষেপের পথে SSC। সম্প্রতি, 8 জন চাকরিপ্রার্থী নিজেদের কেন্দ্রীয় বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে দাবি করার পাশাপাশি কমিশনের কাছে বড় আবেদন রাখেন। এবার সেই দাবির ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশ মেনে ওই 8 চাকরিপ্রার্থীর নথি যাচাই করছে স্কুল সার্ভিস কমিশন (SSC Document Verification)।
কী দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা?
একাধিক সূত্র মারফত খবর, সম্প্রতি দ্বাদশ এবং একাদশের 8 জন চাকরিপ্রার্থী দাবি করেছিলেন তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক। কাজেই, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতোই তাঁদেরকেও অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দিতে হবে। যা নিয়ে ইতিমধ্যেই মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, 8 জন চাকরিপ্রার্থী 10 নম্বর পাওয়ার আদৌ যোগ্য কিনা তা জানতে স্কুল সার্ভিস কমিশনকে ওই চাকরিরপ্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এবার সেই মতোই, 8 জন দাবিদার আদৌ 10 নম্বর পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করে দেখছে কমিশন। জানা গিয়েছে, প্রয়োজনীয় নথি দেখতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালেই সল্টলেকের আচার্য সদনে ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠানো হয়েছিল।
অবশ্যই পড়ুন: “আপনার উজ্জ্বল ত্বকের রহস্য কী?” ভারতীয় মহিলা ক্রিকেটারের প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গের স্থায়ী এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দিতে হবে। আর তা নিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষকদের প্রশ্ন ছিল, ‘সরকারের এমন ঘোষণা সত্ত্বেও আমরা কেন বাদ পড়ব?’ বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতেই সরকার অনুমোদিত চুক্তিভিত্তিক শিক্ষকদের নম্বর দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।












