প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পরে গিয়েছে কার্তিক মাস। আর তাই ধীরে ধীরে শীতের আমেজ তৈরি হয়েছে এলাকা জুড়ে। নভেম্বরের শুরুতেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এদিকে এই শীতের মরসুমের মাঝেই ফের চোখ রাঙাচ্ছে বৃষ্টি (Weather Update)। এর ফলে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান নেবে। এর ফলে উত্তাল হবে বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের আগামী কয়েক দিন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ-মায়নমার উপকূল সংলগ্ন সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাদের যত তাড়াতাড়ি সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে শীত নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে চলতি সপ্তাহে রবিবার থেকে সব জেলাতেই তাপমাত্রার পারদ দু’-তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। যার জেরে শীতের আমেজ পাওয়া যাবে সব জেলাতেই। তবে এখনই জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: নিউটাউনের ছায়া দমদমে! SIR হতেই ফাঁকা সাঁপুই পাড়া, বাংলাদেশ পালাতে গিয়ে পড়ল ধরা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য কমতে পারে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী দুই দিনে তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। সঙ্গে থাকবে রৌদ্রজ্জ্বল পরিবেশ। এছাড়াও জানা গিয়েছে উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং বা কোচবিহার অঞ্চলে বৃষ্টি না হলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে












