সহেলি মিত্র, কলকাতঃ বর্তমানে SIR নিয়ে উত্তাল সমগ্র দেশ। এদিকে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলাতেও এই SIR লাগু হয়েছে (SIR In Bengal) এবং বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। এসবের মাঝেই এই বিষয়ে বড় সওয়াল করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ভারতের নির্বাচন কমিশনকে একটি জনস্বার্থ মামলার (পিআইএল) উপর হলফনামা দাখিল করে তাদের অবস্থান জানাতে বলেছে।
SIR নিয়ে জনস্বার্থ মামলা!
এই জনস্বার্থ মামলায় প্রশ্ন করা হয়েছে যে কেন ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) করা হচ্ছে? জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে SIR আয়োজন করছে। এদিকে বাংলায় ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে ১৯ নভেম্বরের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে, যেখানে জনস্বার্থ মামলার বিষয়ে তাদের অবস্থান উল্লেখ করা হয়েছে।
১৯ নভেম্বর আবারও এই মামলার শুনানি
আবেদনকারীরা ২০২৫ সালের মতো নথি এবং তথ্যের ভিত্তিতে এসআইআর বহাল রাখার জন্য ইসিআই-এর কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পান্ডে বেঞ্চের সামনে দাখিল করেন যে রিট পিটিশনটি বহাল রাখার যোগ্য নয় কারণ একই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
আবেদনকারীরা বুথ-স্তরের কর্মকর্তাদের (বিএলও) পর্যাপ্ত নিরাপত্তার জন্যও আবেদন করেছেন। তাঁরা যেহেতু এখন বাড়ি বাড়ি ঘুরছেন বা ঘুরবেন সেজন্য এই দাবি। কেন নিরাপত্তা চাইছেন তাঁরা? বিএলও-দের মধ্যে কেউ কেউ কর্মক্ষেত্রে ভীতিকর পরিবেশের মুখোমুখি হচ্ছেন। বিচারপতি পার্থ সারথি সেন-এর সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন যে শেষ এসআইআর ২০০২ সালে করা হয়েছিল।












