৪৮ রানে হার অস্ট্রেলিয়ার, লাগাতার দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ভারত

Published:

India Wins Against Australia by 48 runs in 4th T20
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা দুই ম্যাচে জয়। চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিল ভারত (India Wins Against Australia)। গত ওয়ানডে সিরিজে যেটা হয়নি, বৃহস্পতিবার মাঠে নেমে অজিদের বিপক্ষে সেটাই করে দেখালেন সূর্যকুমার যাদবেরা। ব্যাট হাতে প্রতিপক্ষকে আটকানোর মতো ইনিংস খেলে দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়েই ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। 48 রানের বিরাট ব্যবধানে জয়ের পর এই মুহূর্তে চলতি সিরিজে এগিয়ে রয়েছে ভারতই।

কামাল করলেন ভারতের বোলাররাই

আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। তবে শুরুতেই অভিষেক শর্মার উইকেটে বড় ধাক্কা পেতে পারতো টিম ইন্ডিয়া, অল্পের জন্য রক্ষে হলেও মিডিল অর্ডারের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় স্কোর খাড়া করতে পারেনি ভারতের ছেলেরা। না বললেই নয়, এদিনও ব্যাট হাতে সে অর্থে রান পাননি অভিষেক শর্মা। মাত্র 28 রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। যদিও অন্যান্য বারের থেকে নিজের ব্যর্থতা কিছুটা কাটিয়েছেন সহ অধিনায়ক শুভমন গিল। আজ তাঁর ব্যাটিংয়ে 46 রানের যোগদান পেয়েছিল ভারত।

দুই ওপেনারের পর যথাক্রমে 20 এবং 22 রানের ছোট্ট ইনিংস খেলেছিলেন অধিনায়ক সূর্য এবং শিবম দুবে। এরপর থেকে ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকে টিম ইন্ডিয়ার। ম্যাচ দেখে একটা সময় মনে হচ্ছিল হয়তো অস্ট্রেলিয়ার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না ভারতের কেউই। শেষটা অবশ্য বাঁচিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলরা। দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্রতিপক্ষের সামনে কিছুটা মান বাঁচিয়েছিলেন তাঁরা। তাতে অস্ট্রেলিয়াকে নির্ধারিত ওভারে 168 রানের লক্ষ্য দিয়েছিল ভারত।

অবশ্যই পড়ুন: শিয়ালদা ডিভিশনের লাইনে ইস্পাতের বিশেষ বেড়া বসাচ্ছে পূর্ব রেল

ভারতের কাছে 168 রানের লক্ষ্য পেয়ে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে মাঝপথে খেই হারালেন তাঁরা। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে কিছুটা আটকে গেলেও পরে একেবারে দাবানলের গতিতে উইকেট ভাঙতে থাকেন ভারতের অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে শিবম দুবে, অক্ষর প্যাটেলেরা। না বললেই নয়, এদিন ওয়াশিংটন সুন্দর 3টি উইকেট তোলেন। পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন শিবম এবং অক্ষর। এছাড়াও বুমরাহ, অর্শদীপ এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট তুলেছেন। আর সেই ধাক্কাতেই নির্ধারিত সময়ের আগেই 119 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতেই সিরিজের চালকের আসনে ভারত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join