অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে বিরাট রেকর্ড গড়ল ভারত, লজ্জা বাড়ল অজিদের!

Published:

India Vs Australia India set a huge record by defeating aus with 48 runs
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ওয়ানডে সিরিজের বদলা ইঞ্চিতে ইঞ্চিতে তুলে নিচ্ছে সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি দল। চলতি সিরিজের (India Vs Australia) তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে 5 উইকেটে হারানোর পর গত কালও 48 রানের বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে মাঠ ছাড়া করেছে ভারত। যার জেরে এই মুহূর্তে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে চালকের আসনে টিম ইন্ডিয়া। তবে এখানেই শেষ নয়, 168 রানের লক্ষ্য দিয়ে অস্ট্রেলিয়া বধের পাশাপাশি এক বড় রেকর্ড করেছেন ওয়াশিংটন সুন্দররা। অন্যদিকে মাত্র 119 রানে ভারতের সামনে ধরাশায়ী হওয়ায় লজ্জার রেকর্ড করেছে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত দলটি।

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাট রেকর্ড গড়ল ভারত

বৃহস্পতিবার, প্রতিপক্ষের ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তাতে মিডিল অর্ডারের ক্রমাগত ব্যর্থতা নিয়ে 168 রানের লক্ষ্য বাঁধে টিম ইন্ডিয়া। জবাবে শুরুটা কিছুটা ভাল হলেও মাঝপথে এসে খেই হারায় অস্ট্রেলিয়া। এদিন মিচেল মার্শ, ম্যাথু শর্টদের 30 এবং 25 রানের ইনিংসের পর ভারতীয় বোলিং আক্রমণের সামনে ক্রমাগত উইকেট হারাতে থাকে অজিরা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সামনে মাথা নুইয়ে 119 রানে মাঠ ছাড়ে মার্শের দল। আর সেই সূত্রেই বড় রেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া।

বলাই বাহুল্য, গতকাল অস্ট্রেলিয়াকে 168 রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার মাধ্যমে অজিভূমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সংক্ষিপ্ততম লক্ষ্য রক্ষার কাজটা করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে 2020 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 162 রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিতেছিল ভারত। এখানেই শেষ নয়, ভারতের সামনে মাত্র 119 রানে গুটিয়ে যাওয়ায় ঘরের মাঠে এক লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আসলে, 18.2 ওভারে 119 রান করে অলআউট হয়ে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে মাঠ ছেড়েছে অজিরা। যা আদতেই লজ্জার। ক্রিকেট মহলের একাংশ বলছেন, অস্ট্রেলিয়ার ঘরে ঢুকে অস্ট্রেলিয়াকেই নাস্তানাবুদ করে ছাড়ল ভারত।

অবশ্যই পড়ুন: ‘মোদি মহান মানুষ, আমার বন্ধু!’ সুর নরম করে ভারতে আসার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

উল্লেখ্য, ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান চেজ করতে গিয়ে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর 111। 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই লজ্জাজনক রেকর্ড করেছিল অজিরা। গতকাল, গোল্ড কোস্টে ভারতের বিপক্ষে মাত্র 119 এ অলআউট হয়ে যাওয়ায় এই মুহূর্তে 2010 সালের 127 সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড ভেঙে ফেলল ইয়েলো ব্রিগেড।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join