বিক্রম ব্যানার্জী, কলকাতা: কুকীর্তির ঘটনায় বারবার শিরোনামে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল (Bangladesh Women’s National Cricket Team)। সম্প্রতি অভিযোগ উঠেছিল ওপার বাংলার মহিলা দলের অধিনায়কের বিরুদ্ধে। তাঁরই প্রাক্তন সতীর্থ জানিয়েছিলেন, ‘বয়সে ছোট ক্রিকেটারদের মারধর করেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা।’ এবার সেই ঘটনার পর নতুন অভিযোগে বিদ্ধ ওপার বাংলার মহিলা ক্রিকেট দল। এবারেও অভিযোগ এনেছেন প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার জাহানারা আলম। তাঁর দাবি, ‘জাতীয় দলে খেলার সময় তিনি দীর্ঘদিন যৌন নির্যাতনের শিকার হয়েছেন।’ অভিযোগের তীর উঠেছে প্রাক্তন নির্বাচকের বিরুদ্ধে।
বিস্ফোরক অভিযোগ জাহানারার
গতকাল একটি সাক্ষাৎকারে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্য জাহানারা একেবারে চোখে জল নিয়েই বলেন, তিনি যখন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন, সেই সময়ে তাঁকে বহুবার যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। ‘ওপার বাংলার মহিলা ক্রিকেটারের কথায়, ‘যৌন নিপীড়নের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল যে প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ভাই আমাকে বলতেন, ‘তোমার পিরিয়ডস কবে শেষ হবে? তুমি সেফ হয়ে গেলে আমার সাথে দেখা করো। একেবারে অকারণে হঠাৎ হঠাৎ আমাকে জড়িয়ে ধরতেন। অশ্লীলভাবে কাঁধেও হাত রাখতেন তিনি।’ এদিন বাংলাদেশ দলের প্রাক্তন নির্বাচকের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ এনেছেন জাহানারা।
বোর্ডকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা
ওই সাক্ষাৎকারে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ জাহানারা একেবারে খোলাখুলি জানিয়েছেন, ‘বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখতাম। তবে আজ পর্যন্ত ওই চিঠির কোনও উত্তর পাইনি। অভিযোগের পর অবশ্য কিছুদিনের জন্য নির্বাচকদের ব্যবহার বদলে যেত কিন্তু পরে আবার যা তাই।’ ওপার বাংলার প্রাক্তন তারকা পেসারের এমন বিস্ফোরক অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে বিরাট রেকর্ড গড়ল ভারত, লজ্জা বাড়ল অজিদের!
উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানের বিরুদ্ধে ভয়ানক সব অভিযোগ আনেন জাহানারা। তাঁর দাবি, ‘বয়সে ছোট ক্রিকেটারদের মারধর করেন জ্যোতি। মাঝেমধ্যে জুনিয়র ক্রিকেটারদের দিয়ে নিজের ব্যাগ টানায় ও। এমনকি রুমে ডেকে নিয়ে গা-হাত-পা, মাথাও টেপাতো নিগার।’ এদিন ওপার বাংলার অধিনায়কের বিরুদ্ধে ফিটনেস টেস্ট এড়িয়ে যাওয়ারও অভিযোগ তোলেন জাহানারা। যদিও প্রাক্তন মহিলা ক্রিকেটারের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। BCB র বক্তব্য, ‘আমাদের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনা হচ্ছে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং অযৌক্তিক।’












