ফের কলকাতায় ED-র অভিযান! ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারের বাড়িতে সাতসকালে তল্লাশি

Published:

ED Raids
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই হাতে রয়েছে অল্প সময়, এই অল্প সময়কে কাজে লাগিয়ে এখন থেকেই ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তবে একা শুধু তাঁরা নন, অ্যাকশন মুডে একের পর এক মামলার তদন্তের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এবার জাল পাসপোর্ট মামলা নয়, মানব পাচার মামলার জন্য আজ সাতসকালে ফের কলকাতার একাধিক জায়গায় তদন্তের জন্য হানা দিল ED (ED Raids)।

ফের কলকাতায় ED অভিযান

রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকদিন ধরেই মানব পাচার হওয়ার একাধিক অভিযোগ উঠে আসছে শহরের আনাচে কানাচে। আর সেই মামলায় এ বার তাই কলকাতায় সক্রিয় ভূমিকা পালন করল ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ অর্থাৎ শুক্রবার, সাতসকালে শহরের পাঁচ থেকে ছ’টি জায়গায় সন্দেহজনক ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হয়েছে। আর তার জন্য বেআইনি ভাবে প্রচুর টাকার লেনদেনও হয়েছে। এ ছাড়াও ইডির একটি দল শিলিগুড়িতে মানব পাচার মামলার সূত্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

নাগেরবাজার এবং সল্টলেকে ED অভিযান

জানা গিয়েছে, দমদম নাগেরবাজারের শ্রাচী গার্ডেনে এক সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতে আজ সকালে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। হিউম্যান ট্রাফিকিং মামলায় ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। অন্যদিকে সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতেও সকাল সকাল হানা দেন ED আধিকারিকরা। সূত্রের খবর, ২ ব্যবসায়ীর মধ্যে ১ জনের হোটেলের ব্যবসা। শহরের একাধিক হোটেল এবং বারের মালিক তিনি। এদিন বাইরে কেন্দ্রীয় বাহিনীকে প্রহরায় রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। চলছে তল্লাশিও।

আরও পড়ুন: অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৬ লাখ! কীভাবে জালিয়াতি হল কল্যাণ ব্যানার্জির সঙ্গে? জানাল ব্যাঙ্ক

উল্লেখ্য, কয়েক বছর আগে বাগুইআটির একটি ঘটনার প্রেক্ষিতে মানব পাচার মামলার ক্ষেত্রে FIR দায়ের হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুসন্ধানের পর সেই মামলার তদন্ত ভার চলে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র হাতে। আর সেই কারণে এই অভিযান। কিছুদিন আগে জাল পাসপোর্ট মামলা কাণ্ডে চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই মিস্ত্রির নাম বিপ্লব সরকার। জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই বিপ্লব সরকার সহ তার বাবা ও ভাইকেও আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেফতারও করা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join