আজই SSC-র নিয়োগের ফলাফল! কখন, কীভাবে, কোথায় দেখবেন জানুন

Published:

SSC Result
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসএসসি’র প্রথম পর্যায়ের ফলাফল (SSC Result) প্রকাশিত হতে চলেছে আজ। জানা যাচ্ছে, আজ একাদশ-দ্বাদশ নিয়োগ পরীক্ষার ফলাফল সামনে আসবে। তবে নবম-দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। বলাবাহুল্য, দুটি পরীক্ষা মিলিয়ে মোট ৫ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল। আর আজ ১২,৫৫৪টি শূন্যপদের জন্যই ফলাফল প্রকাশিত হবে। কিন্তু কখন দেখা যাবে ফলাফল ও কীভাবে দেখবেন তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসি’র ফল প্রকাশ

উল্লেখ্য, আজকের এই ফলাফল অনেক চাকরিহারা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। ২০১৬ সালে এসএসসি দুর্নীতি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় সেই মামলা শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছিল। আর সেখানেই গোটা প্যানেল বাতিল হয়। সে সময় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল যে, গোটা প্রক্রিয়াটি কলঙ্কিত আর কোনও হিসাব নেই। সবটাই জালিয়াতিতে ভরা। তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াতেও কারচুপি চলছে।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় ২০১৬ সালের প্যানেলে থাকা ২৬ হাজার শিক্ষকের চাকরি। এমনকি বহু শিক্ষাকর্মীরাও সেই তালিকায় পড়ে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আবার নতুন করে পরীক্ষা শুরু করে এসএসসি। মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন, তাদেরও আবার যোগ্যতার প্রমাণ দিতে হয়। তাই আজকের ফলাফল সত্যিই তাদের জন্য গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, আজ সন্ধ্যেবেলা থেকেই কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাবে। আর ফলাফলের প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নিয়োগ।

কীভাবে নিয়োগ করা হবে?

কমিশন সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই ফল প্রকাশের পর মূলত ইন্টারভিউ পর্ব চলবে। অঞ্চল অনুযায়ী হবে এই ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আগে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে প্রতি ১০০ শূন্যপদের জন্য ১৬০ জনকে ইন্টারভিউ পর্বে ডাকা হবে বলেই খবর।

আরও পড়ুনঃ রাজারহাটে রেলিং ভেঙে খালে ওলটাল যাত্রীবোঝাই বাস, আহত প্রচুর

কীভাবে দেখবেন ফলাফল?

এসএসসির’র ফলাফল দেখার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.westbengalssc.com/) ভিজিট করুন।
  • এরপর ‘Teacher Recruitment Result’ লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর নিজের নাম এবং রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পরপরই আপনার ফলাফল দেখতে পাবেন। দরকার হলে পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join