বিশ্বজয় করে ফিরছে মেয়ে, বাড়িতে পৌঁছেই দুপুরে কী খাবেন রিচা ঘোষ? দেখে নিন মেনু

Published:

Richa Ghosh Lunch Menu Indian women cricketer returning home
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বজয় করে ঘরের মেয়ে ফিরছে ঘরে। তাতেই একেবারে সেজে উঠেছে গোটা শিলিগুড়ি শহর। ভারতীয় মহিলা তারকাকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে রয়েছেন গোটা উত্তরবঙ্গবাসী। সেজে উঠেছে শিলিগুড়ির রাস্তাঘাট, পোস্টার পড়েছে অলিতে গলিতে। এই মেয়েই তো প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে জিতিয়ে ইতিহাস গড়েছে। তাই তাঁকে একেবারে অভিনব কায়দায় বরণ করে নিতে তৈরি শিলিগুড়ির মেয়র গৌতম দেবও। এদিকে মেয়ের আগমনের খবরে রিচার বাড়িতে শুরু হয়ে গিয়েছে রান্নার তোরজোর। রিচার দুপুরের মেনুতে কী থাকছে আজ (Richa Ghosh Lunch Menu)? ভারতীয় তারকার বাড়িতে ঢু মেরে জানলেন সাংবাদিকরা।

রিচাকে সংবর্ধনা দিতে তৈরি গোটা শিলিগুড়ি

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরের আগেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ। সেখান থেকে হুড খোলা গাড়িতে করে তাঁকে বাড়িতে ছেড়ে আসবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পথে অবশ্য ভক্ত সমর্থক এবং পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাত করবেন তিনি। জানা যাচ্ছে, দুপুরের দিকে রিচার বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরত্বে অবস্থিত বাঘাযতীন পার্কে ভারতীয় মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরনিগম। সেই মতোই রিচাকে লাল গালিচায় স্বাগত জানাতে তৈরি গোটা শহর। এদিকে ভারতীয় ক্রিকেটারের আগমনের আগে শহর জুড়ে বেড়েছে পুলিশি প্রহরা।

শুক্রবার দুপুরে বাড়িতে কী কী খাবেন রিচা ঘোষ?

গোটা শহরবাসী যেখানে ঘরের মেয়েকে স্বাগত জানাতে একেবারে হাপিত্যেশ করে অপেক্ষা করছেন। সেই পর্বে দাঁড়িয়ে রিচার বাড়িতে চলছে দুপুরের রান্নাবান্না। সেখানেই ঢু মারলেন কয়েকজন সাংবাদিক। ক্যামেরায় উঠে এলো ভারতীয় মহিলা ক্রিকেটার রিচার মায়ের মুখ। মেয়ের জন্য আজ কী রান্না করছেন? ভারতীয় তারকার মায়ের কাছে দুপুরের মেনু জানতেই তিনি বললেন, ‘মেয়ে আজ একেবারে সাধারণ রান্নাবান্না রাখতে বলেছে। ও খুব পনির ভালবাসে। তাই আজকের দুপুরের মেনুতে থাকবে সাদা ভাত, ডাল, সবজি, প্লেন পনিরের ঝোল, চাটনি এবং পায়েস।’

বলা বাহুল্য, ভারতীয় দলের লেডি সুপারস্টার রিচা ঘোষের প্রিয় খাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন। সে কথা বোধহয় জানতে বাকি নেই রিচা ভক্তদের। তবে ভারতীয় ক্রিকেটারের মায়ের বক্তব্য, ‘ও আগেই ফোনে বলে দিয়েছে, এতদিন মাছ-মাংস খেয়ে আসছি। আজ বাড়ি গিয়ে জমিয়ে সবজি ভাত খাব। তাই মেনুতে আজ মাছ মাংস রাখা হয়নি।’ বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে মেয়ে, তাতে রিচার মা যে কতটা খুশি, সেটা একেবারে স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়।

অবশ্যই পড়ুন: টাইপ করতেন নামের তালিকা, চেনান মিডিলম্যানকেও! পার্থর বিরুদ্ধে বিশেষ সাক্ষী CBI-র

উল্লেখ্য, সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করেছিল ভারত। সেই আসরে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে গুটিয়ে দেয় হরমনপ্রীতের দল। সেই সূত্রেই প্রথমবারের জন্য ওয়ানডে বিশ্বকাপের ট্রফি কাঁধে ওঠে ভারতের মেয়েদের। আর সেই সাফল্যের নেপথ্যে বাংলার মেয়ে রিচা ঘোষের অবদান কতটা সেটা বোধহয় আলাদা করে বলবার প্রয়োজন পড়বে না এখন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join