টিটিপি জঙ্গিদের হয়ে লড়তে গিয়ে পাকিস্তানে নিহত দুই বাংলাদেশি, জানা গেল পরিচয়

Published:

Bangladeshis Killed In Pakistan by Pak army for a Big reason
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবানের হয়ে লড়াই করতে গিয়ে পশ্চিমের দেশেই নিহত বাংলাদেশের দুই নাগরিক। এমনটাই দাবি করছে ওপার বাংলার সংবাদমাধ্যম দৈনিক দেশের পত্র। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দেশটির যৌথ নিরাপত্তা বাহিনী অভিযান চালালে প্রাণ হারান ওই দুই বাংলাদেশি (Bangladeshis Killed In Pakistan)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত দুই বাংলাদেশি নাগরিকের নাম রতন ঢালী এবং ফয়সাল হোসেন। মৃতদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুরে।

আফগানিস্তানের সাথে যোগ ছিল দুই বাংলাদেশির

বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, রতন এবং ফয়সাল 2024 সালের 27 মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন। এরপরই নাকি তারা সকলের চোখকে ফাঁকি দিয়ে একেবারে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানের তেহরিক-ই তালিবান পাকিস্তান জঙ্গি সংগঠনে যোগ দেন। খোঁজ নিয়ে জানা গেল, মৃত রতন ঢালী ঢাকার খিলগাঁওয়ের এক মেডিকেল সেন্টারের কর্মী ছিলেন।

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে মৃত রতনের বাবা পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক। মৃতের পরিবার জানান, শেষবারের মতো গত বছরের এপ্রিলে ছেলের সাথে কথা হয়েছিল তাঁদের। সেবার রতন জানিয়েছিল, তিনি নাকি ভারতে রয়েছেন, খুব শীঘ্রই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর আর ছেলের গলাটুকুও সোনার সৌভাগ্য হয়নি পরিবারের। এ প্রসঙ্গে রতনের বাবার বক্তব্য, ‘শেষবার যখন দেশে এসেছিল, সমস্ত প্রয়োজনীয় কাগজ নিয়ে গিয়েছিল। বলেছিল দুবাইয়ে লাগবে।’ স্থানীয় সূত্রে খবর, মৃত রতন ঢালী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। তবে আরেক বাংলাদেশি ফয়সাল সম্পর্কে সে অর্থে কিছুই জানা যায়নি।

ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, পাকিস্তানে গিয়ে তালিবান জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশ থেকে বহু তরুণ যুবককে পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে কাজের জন্য উদ্বুদ্ধ করেছিলেন তাঁরা। রিপোর্ট অনুযায়ী, ওই দুই বাংলাদেশি টিটিপি জঙ্গি ওপারের বেশ কয়েকজন যুবককে ভুলিয়ে-ভালিয়ে চোরাপথে সীমান্ত পার করে আফগানিস্তান হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসবের মাঝেই দুই জঙ্গির মৃত্যুর খবর পেতেই মৃতের পরিবারগুলিকে যথাযথ নিরাপত্তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: “মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ কি যথেষ্ট নয়?” এবার মহম্মদ শামিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন পশ্চিমের দেশে পাক সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান। এছাড়াও বিগত দিনগুলিতে একাধিকবার পাক সেনার কনভয় লক্ষ্য করে হামলা চালিয়েছে টিটিপি। এদিকে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, গত 27 এপ্রিল পাকিস্তানের ওয়াজিরিস্তানে 54 জন টিটিপি জঙ্গিকে হত্যা করেছিল পাক সেনা। তাদের মধ্যেই নাকি ছিলেন বাংলাদেশের ওই দুই তালিবান মনোভাবাপন্ন সন্ত্রাসী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join