প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে নভেম্বরের একটা সপ্তাহ প্রায় শেষ হতে চলল কিন্তু এখনও শীতের টিকিটিও দেখা যাচ্ছে না। রাজ্য জুড়ে এতদিন ঝড়বৃষ্টি (Weather Update) হয়েই চলেছে, আর তাতেই বেশ বিরক্ত আম বাঙালি, এবার চাই জমাটি শীত। কিন্তু তার মাঝেই পথ আটকে দাঁড়িয়ে পড়ছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ। তবে অবশেষে খুশির খবর শোনাল আবহাওয়া অফিস। বাড়তে চলেছে রাতে-ভোরের শিরশিরানি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে কিছুদিন আগে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি আপাতত নেই অর্থাৎ কোনও নিম্নচাপের ভ্রুকুটি চোখে পড়ছে না। যে নিম্নচাপ অঞ্চলটি দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ তৈরি করেছিল, তাও শক্তি হারিয়েছে। ফলে মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এখনই ভরপুর শীতের আমেজ থাকবে না বলেই স্পষ্ট জানাল। ভোর এবং রাতের দিকে শিরশিরানি অনুভূত হলেও দুপুরের দিকে রোদের তেজ থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ। তবে সেক্ষেত্রে বৃষ্টি হবে না বললেই চলে। অন্যদিকে পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে। এবং রবিবার থেকে যেহেতু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে, তাই আগামী সপ্তাহে শীতের আমেজ ভোরে বা সকালে কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা দেখা যাবে কিছু জেলায়।
আরও পড়ুন: বেতনের থেকে ১০ গুন বেশি সম্পত্তি! দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুরসভার কর্মকর্তা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়ার অনেকটাই শীতল থাকবে। কোনো জেলায় এইমুহুর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু-দিন তাপমাত্রার পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের মত এখানেও রবিবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এক্ষেত্রে।












