ফুটবল, টেনিসেও পা রাখবে KKR! ক্রীড়া ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চান জুহি কন্যা

Published:

Juhi Chawla's Daughter Plan On KKR she revealed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সহ মালকিন হিসেবেই কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চান বলিউড স্টার জুহি চাওলা এবং অতি পরিচিত ব্যবসায়ী জয় মেহতার কন্যা জানভি মেহতা। সম্প্রতি সে কথা India.Com কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ছোট থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খবর শুনে শুনেই বড় হওয়া তাঁর। তাই ক্রীড়া জগতের একজন নেত্রী হিসেবেই নিজের কেরিয়ার গড়তে চান জুহি কন্যা (Juhi Chawla’s Daughter Plan On KKR)।

উত্তরাধিকার সূত্রে পাওয়া KKR এর মালিকানা এগিয়ে নিয়ে যেতে চান জানভি

সম্প্রতি India.Com এর সাথে কথা বলার সময় জুহি চাওলার মেয়ে জানভি একেবারে খোলাখুলি বলেন, ‘একজন নেত্রী হিসেবেই খেলাধুলার জগতের সাথে জড়িত থাকতে চাই। সেটা কলকাতা নাইট রাইডার্স হোক কিংবা অন্য কোনও দল। আমি ক্রীড়া জগতের সাথে যুক্ত থেখেই নির্দিষ্ট সংস্থাকে নেতৃত্ব দিতে চাই। আসলে আমরা এমন পর্যায়ে এসে উপস্থিত হয়েছি যখন ভারতে খেলাধুলা নিয়ে প্রতিযোগিতার বাজার তৈরি হয়েছে। যা বেশ উত্তেজনাপূর্ণ। তাই আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না।’

এদিন জানভি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সেটাও বিকশিত হয়েছে। আমি যতদিন আমেরিকায় খেলাধুলার জগতে কাজ করেছি অনেক কিছু শিখেছি। বুঝেছি শেখার শেষ নেই। তাই আগামী দিনে আমাকে খেলাধুলা সম্পর্কে আরও জানতে হবে।’ জুহি কন্যার সংযোজন, ‘আমি কলকাতা নাইট রাইডার্স প্ল্যার্টফির্মটিকে ব্যবহার করে ভারতের অন্যান্য ক্ষেত্রে খেলাধুলার প্রসার ঘটাতে চাই।’ জানভির কথায়, KKR শুধু ক্রিকেটের সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে ফুটবল, রাগবি, টেনিস সহ অন্যান্য খেলাতেও অংশগ্রহণ করবে কলকাতা নাইট রাইডার্স।’ তাছাড়াও নাইটদের সহমালকিন কন্যার স্বপ্ন পুরুষদের পাশাপাশি মহিলাদের ক্রিকেটেও পা রাখবে KKR।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের সাথে মিলে নতুন ষড়যন্ত্র বাংলাদেশের? চিকেন নেক নিয়ে বড় পদক্ষেপ ভারতেরও

প্রসঙ্গত, জুহি চাওলার মেয়ে জানভি বিশ্বাস করেন, বর্তমানে মহিলাদের ক্রিকেট সহ অন্যান্য খেলায় পর্যাপ্ত তহবিল নেই। অনেক ক্ষেত্রেই মেয়েদের প্রতিযোগিতা গুলিকে উপেক্ষা করা হয়। জানভি বলেন, ‘আমি মনে করি দেশে এমন অনেক তরুণী রয়েছেন যারা একজন সফল ক্রিকেটার হতে চান। তবে মেয়েদের খেলায় সম্মান এবং অর্থ না থাকার কারণে অনেকেই পিছিয়ে আসেন। তাছাড়াও মেয়েদের খেলাধুলায় প্রবেশের ক্ষেত্রে অনেকাংশেই বাধা হয়ে দাঁড়ায় বেশ কিছু বিষয়। আমি মনে করি, মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত।’ এদিন KKR প্ল্যার্টফমটি ব্যবহার করে খেলাধুলার জগতে কার্যত বিপ্লব ঘটানোর পাশাপাশি মহিলা ক্রিকেট সহ অন্যান্য প্রতিযোগিতার ক্ষেত্রেও সুদূরপ্রসারী ভাবনা রয়েছে জানভির।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join