সহেলি মিত্র, কলকাতা: টিকিট বুকিং প্রক্রিয়ায় ফের বদল আনল IRCTC। এখন টিকিট বুকিং করতে গেলে আরও ঝক্কি পোহাতে হবে যাত্রীদের। ইকোনোমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলওয়ে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। মূলত অসাধু চক্র বন্ধ করতে এবং ব্যস্ত ভ্রমণের সময় টিকিট সঠিক লোকেদের কাছে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে এটি করা হয়েছে।
টিকিট বুকিং-র নিয়মে ফের বদল আনল IRCTC
রেল সূত্রে খবর, সকালের এই দুই ঘন্টা হল সেই সময় যখন জনপ্রিয় ট্রেনগুলিতে আসনের চাহিদা বেশি থাকে। লোকেরা প্রায়শই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অথবা স্বয়ংক্রিয় সফ্টওয়্যার ব্যবহার করে টিকিট বুক করে। এটি প্রতিরোধ করার জন্য, IRCTC এই সময় স্লটটি আধার-যাচাইকৃত ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। যারা তাদের আধার লিঙ্ক করেননি তারা সকাল ৮টা এবং সকাল ১০টা ছাড়া অন্য যেকোনও সময় টিকিট বুক করতে পারবেন। এই নিয়ম ২৮শে অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, এর আগে রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার বাধ্যতামূলক করেছিল। ১ জুলাই থেকে, তৎকাল টিকিটের জন্য আধার বাধ্যতামূলক। ১৫ জুলাই, ২০২৫ থেকে, অনলাইনে, এজেন্টের মাধ্যমে বা পিআরএস কাউন্টারে টিকিট বুকিংয়ের জন্য ওটিপি-ভিত্তিক আধার যাচাইকরণ যুক্ত করা হয়েছে।
কীভাবে আধার যাচাইকরণ করবেন?
১) প্রথমে http://www.irctc.co.in এ যান এবং লগ ইন করুন।
২) এরপর ‘My Profile’ অপশনে যান এবং User যাচাইকরণ বিকল্পে ক্লিক করুন।
৩) আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি লিখুন, আপনার বিবরণ পরীক্ষা করুন এবং Verify Details-এ ক্লিক করুন।
৪) আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP আসবে, এটি প্রবেশ করান।
যাচাইকরণ সম্পন্ন হলে, আপনি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় টিকিট বুক করতে পারবেন।












