বৃষ্টি নেই তবু বন্ধ হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ! আর খেলা না হলে জিতবে কে?

Published:

India Vs Australia rainy delay match stops for bad weather
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টি নেই, তবুও বন্ধ হয়ে গেল ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। এমন দৃশ্য খুব কমই দেখেছে ক্রিকেটবিশ্ব। আসলে শনিবার বৃষ্টির বদলে আকাশ থেকে ভেসে আসছিল তুমুল গর্জন। ঘনঘন বজ্রপাত। যার জেরে শেষ পর্যন্ত ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বন্ধ করতে হয় ম্যাচ। অবাক করা বিষয়, ম্যাচ বন্ধ হয়ে যেতেই শুরু হয় বৃষ্টি। এদিকে খারাপ আবহাওয়ার (India Vs Australia Rainy Delay) কারণে সুরক্ষার কথা ভেবে সরিয়ে নেওয়া হল দর্শকদেরও।

খারাপ আবহাওয়ার কারণে উদ্বিগ্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ

শনিবারের ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি ম্যাচ গড়িয়েছিল গাব্বায়। সেখানেই খারাপ আবহাওয়ার কারণে ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের সুরক্ষার কথা ভেবে তাঁদের স্টেডিয়ামের নিচের গ্যালারি থেকে উপরের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচের মাঝে হঠাৎ আবহাওয়ার বদল দেখে যথেষ্ট উদ্বিগ্ন গাব্বা স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে ভয়ানক আবহাওয়ার শিকার। তাই দয়া করে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।’ এদিকে ম্যাচ বন্ধ হতেই প্রবল বৃষ্টির কারণে আপাতত ঢেকে রাখা হয়েছে পিচ। নতুন করে আদৌ খেলা আয়োজন করা যাবে কিনা তা নিয়ে আপাতত সংশয়ের ঘরেই বাস করছেন সকলে।

বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল কী হবে?

চলতি টি-টোয়েন্টি সিরিজে পরপর বিগত দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। অন্যদিকে আজকের ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অজিদের লক্ষ্য যেকোনও প্রকারে শনির ম্যাচ জিতে সিরিজ ড্র করা। এমতাবস্থায়, শেষ পর্যন্ত খারাপ আবহাওয়া এবং বৃষ্টির কারণে যদি আজকের ম্যাচ বাতিল হয়ে যায়, তবে সহজেই সিরিজ পকেটস্ত করবে টিম ইন্ডিয়া।

অবশ্যই পড়ুন: ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে খারাপ খবর

উল্লেখ্য, আজ ম্যাচের শুরুটা হয়েছিল ভারতের টসে হার দিয়ে। ভাগ্যের পরীক্ষায় সূর্যরা পরাস্ত হতেই ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। এদিকে বাধ্য হয়ে ব্যাট করতে নেমে ম্যাচ বন্ধ হওয়ার আগে পর্যন্ত 4 ওভার 5 বলে বিনা উইকেটে 52 রান তুলে ফেলেছিল ভারত। অভিষেক শর্মার ব্যাট থেকে 13 বলে 23 এবং শুভমন গিলের ব্যাট থেকে 16 বলে 29 রানের যোগদান পেয়েছিল টিম ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join