বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে ভাগ্য বদলেছে এমন মানুষের সংখ্যাটা নেহাৎ কম নয়। তা দেখে অবশ্য অনেকেই লটারির দিকে ঝোঁকেন। তবে মনে রাখতে হবে, লটারি কাটলেই যে অর্থ আসবে এমনটা একেবারেই নয়। আবার লটারি কাটলেই যে অর্থের ধ্বংস এমন ভাবনাও পুরোপুরি ঠিক নয়। আসলে লটারি প্রাপ্তি নির্ভর করে প্রত্যেকটি রাশির ভাগ্যচক্রের উপর। তাই লটারি কাটার আগে নিজেদের ভাগ্যে কী আছে সেটা দেখে নেওয়া প্রয়োজন (Lottery Horoscope Prediction)। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বেশ কিছু রাশির ভাগ্যে লটারিতে অর্থ প্রাপ্তি রয়েছে। তবে কিছু রাশির জন্য রয়েছে খারাপ খবরও।
লটারিতে অর্থপ্রাপ্তি রয়েছে এই 9 রাশির ব্যক্তিদের
মেষ রাশি
মেষ রাশির ভাগ্য চলতি মাসের প্রথম সপ্তাহে যে খুব একটা ভাল তেমনটা নয়। তবে খুব ইচ্ছে হলে দু-একটা লটারি কেটে দেখা যেতে পারে। অর্থপ্রাপ্তি হতে পারে।
বৃষ রাশি
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগ বৃষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাই দ্বিতীয় চিন্তা না করে এই সময়টাতেই লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য ফিরলেও ফিরতে পারে।
মিথুন রাশির ভাগ্য কেমন?
সপ্তাহের গোটা সময়টাই মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের যেকোনও দিন লটারি কেটে দেখতে পারেন। এতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা সপ্তাহের যেকোনও একটা দিন লটারি কেটে দেখতে পারেন। এই রাশির ব্যক্তিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিরাও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের যেকোনও সময় লটারি কাটতে পারেন। ইচ্ছে করলে একসাথে দু তিনটে লটারিও কাটা যেতে পারে! তবে নম্বর চয়নের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থ যোগ রয়েছে। কাজেই লটারি থেকে লক্ষ্মীলাভের সুযোগ হাতছাড়া করলে চলবে না। এই রাশির ব্যক্তিরা সপ্তাহের যে কোনও দিন লটারি কাটতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগটা শুভ হতে চলেছে। এই সময়েই ভাগ্য ফিরতে পারে। তাই ভুলেও সপ্তাহের অগ্রভাগে অথবা শেষের দিকে লটারি কাটতে যাবেন না।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে একবার লটারি কেটে দেখা উচিত। তবে এই সময়ে লটারিতে অতিরিক্ত অর্থ খরচ করলে চলবে না।
মীন রাশি
মীনের জাতক জাতিকারা অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন। কারণ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ এই রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতি হতে চলেছে। যদিও লক্ষীলাভের সম্ভবনা থাকছে।
লটারি কাটা থেকে দূরে থাকুন এই রাশির ব্যক্তিরা
কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ খুব একটা শুভ নয়। তাই এই সপ্তাহে আর যাই করুন লটারির দিকে ভুলেও এগোবেন না।
অবশ্যই পড়ুন: MIG-21 এর জায়গায় তেজস, শক্তিশালী যুদ্ধবিমানের জন্য ১১৩টি মার্কিন ইঞ্জিন কিনছে ভারত
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থপ্রাপ্তি নেই বললেই চলে। তাই এই সময়ে লটারি থেকে বিরত থাকাই শ্রেয়। বাকিদের দেখে লটারি কাটার ইচ্ছা হলেও সেই ভুল করা যাবে না।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ মধ্যম প্রকৃতির হলেও এই সময়ে লটারিতে লাভের বদলে লোকসানটাই বেশি দেখা যাচ্ছে। হঠাৎ লটারি প্রাপ্তি হতেও পারে তবে অভিজ্ঞরা বলছেন, এই সময় লটারি না কাটাই ভাল।












