৩ মাস ধরে বন্ধ ১২ হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার! রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ

Published:

Lakshmir Bhandar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকারের চালু করা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলার ঘরে ঘরে সকল মা বোনদের কাছে এই প্রকল্প বেশ জনপ্রিয়। কিন্তু বিগত ৩ মাস ধরে ময়নার দুটি বিজেপির অধিকৃত গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ হাজার উপভোক্তা বঞ্চিত হয়ে পড়েছে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) থেকে। আর তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা। এদিকে এই ঘটনায় বিজেপির অভিযোগ শাসকদল নাকি ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে লক্ষ্মীর ভান্ডার।

ময়নায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার!

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ রয়েছে বলে অভিযোগ। ময়না ব্লক জুড়ে প্রায় ১২ হাজার লক্ষ্মীর ভান্ডার বন্ধ। গ্রামবাসীদের অভিযোগ যেহেতু এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই শাসকদল ইচ্ছে করে লক্ষ্মীর ভান্ডার দেয় না। তাই এই ঘটনার প্রতিবাদে এবার ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির ডাক দিল গ্রামবাসী। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ময়নার বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। তারপর থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব লেগে রয়েছে। এমতাবস্থায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে যাওয়ায় রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ বিজেপির

বিজেপির জেলা পারিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন যে, “শুধু মাত্র দুটি গ্রাম পঞ্চায়েত নয়, এছাড়াও আরও ৯ টি গ্রাম পঞ্চায়েতের তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ। যা নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।” তিনি আরও বলেন “এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের পার্টি ফান্ডের টাকা নয়। এটা সরকারের টাকা। আমার-আপনার করের টাকা। এই ব্যাপারে আমাদের সঙ্গে নতুন বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, দেখা যাক কী হয়।” এই প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শাজাহান আলি জানান, “দুটি গ্রাম পঞ্চায়েত তিন মাস ও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর ভান্ডার বন্ধ আছে। ময়নার বিডিও মারফত জেলাশাসক দফতরে চিঠি পাঠানো হয়েছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার বিকল্প খুঁজে পেয়ে গেল ভারত! KKR কোচের মুখে তরুণ ক্রিকেটারের নাম

প্রসঙ্গত, নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়া নিয়ে সেখানার সাধারণ মহিলাদের মধ্যে শাসকদলের বিরুদ্ধে যে ক্ষোভ জমা হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে বাকচা ও গোজিনার বহু উপভোক্তা জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকা সত্ত্বেও মাসের পর মাস টাকা ঢুকছে না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, “লক্ষ্মীর ভান্ডার আমাদের সংসারের বড় অবলম্বন। রাজনীতি কে করছে জানি না, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। আমরা চাই দ্রুত টাকা দেওয়া শুরু হোক।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join