ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়? জেনে নিন RBI-র নিয়ম

Published:

Fixed Deposit
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ কমবেশি সবাই করে। আবার অনেকে ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) বিনিয়োগের মূল মাধ্যম হিসেবে দেখে। কারণ, এখান থেকে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায় আর মোটা অংকের ফান্ডও তৈরি হয়। এফডি সবসময় তাদেরই প্রথম পছন্দ, যারা মূলত ঝুঁকি থেকে দূরে থাকতে চায় এবং বিনিয়োগ করে নিশ্চিন্তে দিন কাটাতে চায়।

আসলে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় অন্তর সুদের হারের সঙ্গে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। এ কারণে চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত, সকলেই এই ফিক্সড ডিপোজিটকেই প্রাধান্য দিয়ে থাকে এবং নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসেবে ভেবে থাকে। তবে অনেকেই জানেন না যে এফডি-তে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায় এবং কী নিয়ম রয়েছে। জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

এফডি-তে কত টাকা জমা করতে পারবেন?

যারা বিনিয়োগ করে তাদের অধিকাংশই জানে না যে, এফডি-তে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যেতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, এফডি-তে বিনিয়োগের কোনওরকম সর্বোচ্চ সীমা নেই। অর্থাৎ, আপনি চাইলে লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। এমনকি অনেক ব্যাঙ্ক শুধুমাত্র একজন গ্রাহককে আলাদা এফডি অ্যাকাউন্ট খোলারও সুযোগ করে দেয়।

কিন্তু হ্যাঁ, ব্যাঙ্কিং সুরক্ষার জন্য প্রতিটি গ্রাহক ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় মাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পায়। অর্থাৎ, কোনও কারণে যদি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্তই পাবেন। এর মধ্যে মূল পরিমাণ এবং সুদ উভয়ই অন্তর্ভুক্ত। তাই ভেবেচিন্তেই বিনিয়োগ করা উচিত।

এফডি করার সময় মাথায় রাখবেন এই বিষয়

সরকারি বলুন বা বেসরকারি, প্রতিটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের নিয়ম আলাদা। বেশিরভাগ ক্ষেত্রে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বিনিয়োগ করতে হয়। আর এফডির মেয়াদ মূলত ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হয়। ম্যাচিউরটির আগেও ফিক্সড ডিপোজিট ভাঙা যায়। তবে সেক্ষেত্রে কম সুদের হার পাওয়া যায়, আর জরিমানাও নেয় ব্যাঙ্ক। তবে আবার প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বেশি পরিমাণে সুদ পাওয়া যায়।

আরও পড়ুনঃ ৯০% মানুষ ভোটার নন! গুলশান কলোনিতে ফর্ম বিলি করতে গিয়ে ভ্যাবাচ্যাকা BLO

তবে এক্ষেত্রে উল্লেখ করতে হয়, ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদ ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য। অর্থাৎ, আপনি যদি বেশি সুদ আয় করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি সুদের আয় ৪০ হাজার টাকার বেশি হয়ে যায় (প্রবীণ নাগরিকদের ৫০ হাজার টাকা) তাহলে সেক্ষেত্রে ট্যাক্স কাটবে। তবে ট্যাক্স সেভিংস এফডিতে বিনিয়োগ করলে আয়কর আইন ধারা ৮০সি অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। তাই বিনিয়োগের আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join